হাওড়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর দিনাপুরের ৩ স্কুলে চাকরি

730
0
Teacher Recruitment

হাওড়ার স্কুলে চাকরি

৩০ জুন ২০২০ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে পোস্ট গ্র্যাজুয়েট (পলিটিক্যাল সায়েন্স) বিএড অসংরক্ষিত অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদি সহ ৫ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Rashpur High School, PO Rashpur, Amta, Howrah, Pin 711401.

 

পূর্ব মেদিনীপুরের স্কুলে চাকরি

৩০ জুন ২০২০ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে বিএসসি (পিওর সায়েন্স) শারীরিক প্রতিবন্ধী অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। ট্রেনিং থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স সহ ৫ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Chhatri Vivekananda Vidyabhawan (HS), Vill+PO Chhatri, Dist Purba Medinipur, Pin 721429.

 

উত্তর দিনাজপুরের স্কুলে চাকরি

৩০ জুন ২০২০ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে দুজন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। ১) বিএসসি (পাস) পিওর সায়েন্স অসংরক্ষিত। ২) কম্বিনেশনে ইংরেজি সহ বিএ পাস তপশিলি জাতি। দুক্ষেত্রেই ট্রেনিং থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট স্ব-প্রত্যয়িত জেরক্স সহ ৪ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The President, Shakuntala High School (HS), At+PO Shakuntala, Dist Uttar Dinajpur, Pin 733208.