হাওড়া জেলায় ১৫ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ

1648
0
Jhargram Recruitment 2024

হাওড়া জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির জন্য ১৫টি মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর DHFWS/HOW/2126, Date: 12/10/20

শূন্যপদ: ১৫ (অসংরক্ষিত ৭, এসটি ১, এসসি ৪, ওবিসি-এ ২ ও ওবিসি-বি ১)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে ফিজিক্স, কেমিস্ট্রি ও  বায়োলজি সহ উচ্চ্যমাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ হতে হবে। স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অনুমোদিত ২ বছরের ক্রিটিকাল কেয়ার টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী বয়স হতে হবে ২১ থেকে ২৯ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

মাসিক বেতনক্রম: ২০০০ টাকা প্রতি মাস।

আবেদন: অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ২ নভেম্বর, ২০২০। অনলাইনে আবেদন করার পর আবেদন পত্রের প্রিন্ট-আউট নিয়ে রাখতে হবে।

আবেদন করা জন্য লিঙ্কhttp://onlineapplication.healthyhowrah.org/Guidelines/MedicalTechnologist#loaded