হিন্দুস্তান অ্যারোনটিক্সে ৫৭৭ অ্যাপ্রেন্টিস

schedule
2018-04-11 | 13:36h
update
2018-04-11 | 13:36h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে ফিটার, টার্নার, কার্পেন্টার, মেশিনিস্ট, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক), ইলেক্ট্রিশিয়ান, মেকানিক (মোটর ভিকল), ড্রাফটসম্যান (মেকানিক্যাল), ইলেক্ট্রনিক্স মেকানিক, পেইন্টার, পিএএসএসএ, শিট মেটাল ওয়ার্কার, মেশিনিস্ট ও রাবার টেকনিশিয়ান ট্রেডে ৫৭৭ জন অ্যাপ্রেন্টিস ট্রেনি নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। প্রার্থী বাছাই করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। বিজ্ঞপ্তি নম্বর: HAL/T&D/1614/18/21(A)

শূন্যপদ: ক্রমিক সংখ্যা ১: ফিটার: শূন্যপদ ২৮৮। ক্রমিক সংখ্যা ২: টার্নার: শূন্যপদ ৩৫। ক্রমিক সংখ্যা ৩: কার্পেন্টার: শূন্যপদ ৬। ক্রমিক সংখ্যা ৪: মেশিনিস্ট: শূন্যপদ ৩৫। ক্রমিক সংখ্যা ৫: ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): শূন্যপদ ১৫। ক্রমিক সংখ্যা ৬: ইলেক্ট্রিশিয়ান: শূন্যপদ ৭৩। ক্রমিক সংখ্যা ৭: মেকানিক (মোটর ভিকল): শূন্যপদ ৮। ক্রমিক সংখ্যা ৮: ড্রাফটসম্যান (মেকানিক্যাল): শূন্যপদ ১০। ক্রমিক সংখ্যা ৯: ইলেক্ট্রনিক্স মেকানিক: শূন্যপদ ৪। ক্রমিক সংখ্যা ১০: পেইন্টার (জেনারেল): শূন্যপদ ১২। ক্রমিক সংখ্যা ১১: পিএএসএসএ: শূন্যপদ ৭৫। ক্রমিক সংখ্যা ১২: শিট মেটাল ওয়ার্কার: শূন্যপদ ৬। ক্রমিক সংখ্যা ১৩: মেশিনিস্ট (গ্রাইন্ডার): শূন্যপদ ৬। ক্রমিক সংখ্যা ১৪: রাবার টেকনিশিয়ান: শূন্যপদ ৪।

Advertisement

যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি স্বীকৃত আইটিআই পাশ।

প্রসঙ্গত, ফিটার, কার্পেন্টার, টার্নার, মেশিনিস্ট, মেকানিক (মোটর ভিকল), মেশিনিস্ট (গ্রাইন্ডার), শিট মেটাল ওয়ার্কার, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক) পদের ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন, বাকিগুলির ক্ষেত্রে পুরুষ-মহিলা সবাই আবেদন করেত পারবেন।

স্টাইপেন্ড: নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

ইন্টারভিউয়ের তারিখ ও ঠিকানা: ইন্টারভিউ হবে ২৫ ও ২৮ এপ্রিল ২০১৮। ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা Karmaveer Kakasaheb Wagh Institute of Engineering Educations & Research Hirabai Haridas Vidyanagari, Amrutdham, Nashik, Maharashtra 422003.

প্রথমে www.apprenticeship.gov.in ওয়েবসাইটে অ্যাপ্রেন্টিস হিসাবে নাথ নথিভুক্ত করতে হবে। ইন্টারভিউয়ের দিন সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের দুটি ছবি, যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও স্ব-প্রত্যয়িত জেরক্স এবং অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে (www.apprenticeship.gov.in) রেজিস্ট্রেশনের কপি সঙ্গে নিয়ে যেতে হবে। বিস্তারিত জানা যাবে www.hal-india.com ওয়েবসাইটে।

 

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.04.2024 - 16:04:11
Privacy-Data & cookie usage: