Site icon জীবিকা দিশারী

হিন্দুস্তান অ্যারোনটিক্সে ৮২৬ অ্যাপ্রেন্টিস

hal recruitment 2023

হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে তিনটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ৮২৬ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। আইটিআই, ভোকেশনাল উচ্চমাধ্যমিক ও ইঞ্জিনিয়ারিং ডিগ্রি/ডিপ্লোমাধারীদের জন্য।

১) বিজ্ঞপ্তি নম্বর: HAL/T&D/1614/19-20/24(A). শূন্যপদ: মোট শূন্যপদ ৫৬১ (ফিটার ২৭৯, টার্নার ৩২, কার্পেন্টার ৫, মেশিনিস্ট ৩০, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক ১৪, ইলেক্ট্রিশিয়ান ৮৫, মেকানিক মোটর ভিকল ৭, ড্রাফটসম্যান মেকানিক্যাল ৭, ইলেক্ট্রনিক্স মেকানিক ৪, পেইন্টার জেনারেল ১২, পিএএসএএ ৭৫, শিট মেটাল ওয়ার্কার ৫, মেশিনিস্ট গ্রাইন্ডার ৬)।

যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ। ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা এক বছর। অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি: www.apprenticeship.gov.in পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তারপর এস্ট্যাব্লিশমেন্ট ট্যাব থেকে ‘Hindustan Aeronautics Limited, State: Maharashtra, District: Nashik’ লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে ১৫ মে ২০১৯- এর মধ্যে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।

 

২) বিজ্ঞপ্তি নম্বর: HAL/T&D/1614/19-20/024 (B). শূন্যপদ: ২৫ (মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান ২, অ্যাসিস্ট্যান্ট ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট ১৫, স্টেনোগ্রাফার ইংলিশ ৫, হাউসকিপার হোটেল ৩)।

যোগ্যতা: ভোকেশনাল শাখায় সংশ্লিষ্ট বিষয় সহ ১০+২ পাশ।

স্টাইপেন্ড: প্রতি মাসে ২৭৫৮ টাকা।

আবেদনের পদ্ধতি: www.apprenticeship.gov.in পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তারপর এস্ট্যাব্লিশমেন্ট ট্যাব থেকে ‘Hindustan Aeronautics Limited, State: Maharashtra, District: Nashik’ লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে ১৫ মে ২০১৯-এর মধ্যে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।

 

৩) বিজ্ঞপ্তি নম্বর: HAL/T&D/1614/19-20/024(C). শূন্যপদ: ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: মোট শূন্যপদ ১০৩ (অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ১০, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ৫, সিভিল ইঞ্জিনিয়ারিং ১, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ১৪, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ১৮, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ৫৩, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ২)।

টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: মোট শূন্যপদ ১৩৭ (সিভিল ইঞ্জিনিয়ারিং ২, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ২৫, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ১৯, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ৮৬, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ৫)।

স্টাইপেন্ড: ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৪৯৮৪ টাকা ও টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৩৫৪২ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির সংশ্লিষ্ট শাখায় ডিগ্রি। টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা। সবক্ষেত্রেই কাজে যোগ দেওয়া ও শিক্ষাগত যোগ্যতা অর্জনের মধ্যে তিন বছরের বেশি ব্যবধান থাকলে আবেদন করতে পারবেন না।

আবেদনের পদ্ধতি: www.mhrdnats.gov.in পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তারপর এস্ট্যাব্লিশমেন্ট ট্যাব থেকে ‘Hindustan Aeronautics Limited, State: Maharashtra, District: Nashik’ লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে ১৫ মে ২০১৯- এর মধ্যে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।

Exit mobile version