হিন্দুস্তান উর্বরক ও রসায়নে ৯০ ইঞ্জিনিয়ার নিয়োগ

685
0
HURL recruitment

হিন্দুস্তান উর্বরক ও রয়াসন লিমিটেডে ৯০ জন ইঞ্জিনিয়ারি নিয়োগ করা হবে। আবেদনের জন্য বৈধ গেট স্কোর থাকতে হবে।

শূন্যপদ: ভ্যাকান্সি নম্বর ০১/২০: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৩৮, ভ্যাকান্সি নম্বর ০২/২০: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ২৫, ভ্যাকান্সি নম্বর ০৩/২০: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: ১৫, ভ্যাকান্সি নম্বর ০৪/২০: ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং: ১২।

যোগ্যতা: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের বিই/ বিটেক/ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের বিই/ বিটেক/ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের বিই/ বিটেক/ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি। ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং: ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে পূর্ণ সময়ের বিই/ বিটেক/ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি।

সবক্ষেত্রেই ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে এবং বৈধ গেট ২০১৯ স্কোর থাকতে হবে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারের গেট কোড সিএইচ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের গেট কোড এমই, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ইই, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারের আইএন/ ইসি।

বয়সসীমা: ১৫ মার্চ ২০২০ তারিখে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর।

প্রার্থী বাছাই পদ্ধতি: গেট স্কোরের ভিত্তিতে বাছাই প্রার্থীদের বিহেভারিয়াল টেস্ট, গ্রুপ ডিসকাশন/ গ্রুপ টাস্ক ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: http://www.hurl.net.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। ইন্টারভিউয়ের তারিখ ও স্থান সম্পর্কে প্রার্থীদের সময়মতো ইমেল মারফত জানিয়ে দেওয়া হবে।

https://hurl.net.in/uploads/advertisement_for_Fresh_Graduates_second.pdf লিঙ্কে গিয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।