Site icon জীবিকা দিশারী

হিন্দুস্তান কপারে ১৬১ ট্রেড অ্যাপ্রেন্টিস

Hindustan Copper Apprentice

কেন্দ্রীয় সরকারের হিন্দুস্তান কপার লিমিটেডের ক্ষেত্রী কপার কমপ্লেক্সে ১৬১ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: HCL/KCC/HR/Trade Appt/3/2019.

শূন্যপদের বিন্যাস: মেট (মাইনস): ৩০ (অসংরক্ষিত ১৪, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩, ওবিসি ৬, ইডব্লুএস ২)। ব্লাস্টার (মাইনস): ৩০ (অসংরক্ষিত ১২, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৪, ওবিসি ৬, ইডব্লুএস ৩)। ফিটার: ২৫ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ৪, ওবিসি ৫, ইডব্লুএস ৩)। টার্নার: ৫ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, ওবিসি ১)। ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ১৫ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ২, ওবিসি ৩, ইডব্লউএস ১)। ইলেক্ট্রিশিয়ান: ৩০ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৪, ওবিসি ৬, ইডব্লুএস ৩)। ইলেক্ট্রনিক্স মেকানিক: ৬ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ১, ইডব্লউএস ১)। ড্রাফটসম্যান (সিভিল): ৩ (অসংরক্ষিত ২, ওবিসি ১)। ড্রাফটসম্যান (মেকানিক্যাল): ২ (অসংরsক্ষিত ১, তপশিলি উপজাতি ১)। মেকানিক ডিজেল: ১০ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ২, ইডব্লুএস ১)। পাম্প অপারেটর কাম মেকানিক: ১ (অসংরক্ষিত)। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: ২ (তপশিলি উপজাতি ১, ওবিসি ১)। ওয়াইয়ারম্যান: ২ (তপশিলি উপজাতি ১, ওবিসি ১)।

যোগ্যতা: ১০+২ সিস্টেমে ম্যাট্রিকুলেশন বা সমতুল পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি স্বীকৃত আইটিআই পাশ। ২০১৬ সালে বা তার পরে আইটিআই পাশ করে থাকলে তবেই আবেদন করতে পারবেন। মেট (মাইনস) ও ব্লাস্টার (মাইনস) ট্রেডের ক্ষেত্রে শুধুমাত্র ১০+২ সিস্টেমে ম্যাট্রিকুলেশন পাশ হলেই আবেদন করতে পারবেন। সবারই, শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ২৮ জানুয়ারি ২০২০ তারিখের মধ্যে।

বয়সসীমা: ২৮ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: www.apprenticeship.gov.in ওয়েবসাইটে গিয়ে আগে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে। তারপর www.hindustancopper.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। বাছাই প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে জানা যাবে আগামী ২৫ ফেব্রুয়ারি। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইটে জানা যাবে।

 

Exit mobile version