হুগলিতে রূপশ্রী প্রকল্পে অ্যাকাউন্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর ৬

schedule
2020-01-28 | 08:22h
update
2020-01-28 | 08:22h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

হুগলি জেলায় ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের জন্য চুক্তির ভিত্তিতে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর– 119/SW-Hug, Date : 15/01/2020.

শূন্যপদ — অ্যাকাউন্ট্যান্ট ১ (এসটি), ডেটা এন্ট্রি অপারেটর ৫ (এসসি ২, এসটি ১, ওবিসি-এ ২) পদ রয়েছে।

যোগ্যতা—

অ্যাকাউন্ট্যান্ট: অনার্স সহ কমার্স গ্র্যাজুয়েট, এমএস অফিস সহ কম্পিউটার জ্ঞান, স্প্রেড শীট, ট্যালি, প্রেজেন্টেশন প্যাকেজ জানা থাকতে হবে। সরকারি বা বেসরকারি ক্ষেত্রে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Advertisement

ডেটা এন্ট্রি অপারেটর: যে-কোনো শাখায় স্নাতক যোগ্যতা। এমএস অফিস সহ কম্পিউটার জ্ঞান, ৩০টি শব্দ প্রতি মিনিট টাইপিং স্পিড, সরকারি বা বেসরকারি ক্ষেত্রে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা — ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।  সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

আবেদন — অনলাইনে আগামী ১০ ফেব্রুয়ারি, ২০২০ তারিখের মধ্যে আবেদন করতে হবে। একজন একটি পদের জন্যেই আবেদন করতে পারবেন। আবেদন করার সময় স্ক্যান করা ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।

পারিশ্রমিক: অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য ১৫ হাজার টাকা প্রতি মাস, ডেটা এন্ট্রি অপারেটর  পদের জন্য ১১ হাজার টাকাপ্রতি মাস।

পরীক্ষা পদ্ধতি —

অ্যাকাউন্ট্যান্ট: জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ ও অ্যাকাউন্ট্যান্সি ৫০ নম্বর লিখিত পরীক্ষা, ৪০ নম্বর কম্পিউটার টেস্ট, ১০ নম্বর পার্সোন্যালিটি টেস্ট।

ডেটা এন্ট্রি অপারেটর:  জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ ৪০ নম্বর লিখিত পরীক্ষা, ৫০ নম্বর কম্পিউটার টেস্ট, ১০ নম্বর পার্সোন্যালিটি টেস্ট।

আবেদনের জন্য ওয়েবসাইট — http://www.hooghly.gov.in/

বিজ্ঞপ্তির লিঙ্ক — http://www.hooghly.gov.in/public_doc/119accdeo.pdf

 

 

Hoogly Govt Job, Current Jobs in West Bengal, West Bengal Government Job,

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.04.2024 - 17:57:14
Privacy-Data & cookie usage: