হুগলিতে ১১০ আশাকর্মী নিয়োগ

3601
0
Asha Worker Recruitment 2023

হুগলি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীন হুগলি জেলার চারটি মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্যকেন্দ্রগুলিতে ১১০ জন আশাকর্মী নিয়োগ করা হবে৷ পত্র নম্বর: HFW/NRHM-20/2006/Part-II/1631. মেমো নম্বর: ৩৬২২৷

যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে, মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন৷ উচ্চতর যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন তবে মাধ্যমিক বা সমতুল পরীক্ষার নম্বরই বিচার করা হবে৷

কেবলমাত্র বিবাহিত/ বিধবা/ আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন৷ আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের/ স্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ প্রমাণ হিসাবে এপিক বা রেশন কার্ডের প্রত্যয়িত জেরক্স জমা দিতে হবে৷ সম্প্রতি বাসস্থান পরিবর্তনকারী প্রার্থীর ক্ষেত্রে তাঁর পরিবারের যোগসূত্র যাচাই করা হবে৷

গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণ প্রাপ্ত দাই এবং লিঙ্ক ওয়ার্কারগণ সকলেই বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকারে বিবেচনার যোগ্য হবেন৷

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে৷ তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ২২-৪০ বছর৷

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে৷

ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে৷ আগামী ৩১ আগস্ট বিকেল ৪টে পর্যন্ত (সরকারি ছুটির দিন বাদে) সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ-এ (বিডিও) জমা করতে হবে৷ সেই পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর স্বাক্ষর করা ২ কপি পাসপোর্ট সাইজ ফটো ও যাবতীয় প্রমাণপত্রাদির প্রত্যয়িত কপি দিতে হবে৷

https://drive.google.com/file/d/1gKK5WXBOUTSL-y4DYL4DHPXzb9fGppt0/view লিঙ্কে গিয়ে আবেদনপত্রের বয়ান সহ সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷

 

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল