হুগলি জেলায় জুভেনাইল জাস্টিস বোর্ডে চুক্তির ভিত্তিতে একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর– 974/SW-Hug, Dated: 14/09/2020
শূন্যপদ: বেঞ্চ ক্লার্ক ১, লোয়ার ডিভিশন ক্লার্ক-কাম-টাইপিস্ট ১, আদার্লি ১, নাইট গার্ড ১।
যোগ্যতা ও বেতন:
বেঞ্চ ক্লার্ক- উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী বয়স হতে হবে ২১ থেকে ৪০-এর মধ্যে। মাসিক বেতন ১৪,৭০০ টাকা।
লোয়ার ডিভিশন ক্লার্ক-কাম-টাইপিস্ট- মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী বয়স হতে হবে ২১ থেকে ৪০-এর মধ্যে। মাসিক বেতন ১১,৮৮০ টাকা।
আদার্লি- অষ্টম শ্রেণি পাশ হতে হবে। ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী বয়স হতে হবে ২১ থেকে ৪০ এর মধ্যে। মাসিক বেতন ৭০০০ টাকা।
নাইট গার্ড- অষ্টম শ্রেণি পাসাহ হতে হবে। ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী বয়স হতে হবে ২১ থেকে ৪০ এর মধ্যে। মাসিক বেতন ৭০০০ টাকা।
আবেদন: বেঞ্চ ক্লার্ক ও লোয়ার ডিভিশন ক্লার্ক-কাম-টাইপিস্ট পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ ১ অক্টোবর , ২০২০। বাকি দুটি পদের জন্য অফলাইনে আবেদন করতে হবে। আবেদন পত্রের নমুনা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। পৌঁছতে হবে আগামী ১ অক্টোবর, ২০২০-এর মধ্যে। আবেদন পত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথির নিজের অ্যাটেস্টেড কপি ও ২টি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। আবেদন পত্রের খামের ওপর আর্দালি / নাইট গার্ড পদের নাম উল্লেখ করে দিতে হবে।
অনলাইন আবেদন লিংক: http://hooghly.gov.in/online_recruitment_home.htm
অফলাইনে আবেদন পাঠানোর ঠিকানা: The District Social Welfare Officer, Social Welfare Section, Old Collectorate Building, Office of the District Magistrate, Hoogly, PIN-712101
অফলাইনে আবেদন পত্র নমুনা ডাউনলোড লিংক – http://www.hooghly.gov.in/public_doc/974_%20Recruitment%20of%20JJB.pdf
কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার তারিখ ঘোষণা
Hoogly, WBJOBS, WBRecruitment