হুগলি জেলায় ৩৫ নিয়োগ

1407
0
hooghle-technician-picture

হুগলি জেলায় আতমা প্রকল্পের জন্য একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর – 490/ATMA/Recruitment-2017-18, Date – 11/12/2017

শূন্যপদ: ব্লক টেকনোলজি ম্যানেজার ৯ টি ( অসংরক্ষিত ১, অসংরক্ষিত পিএইচ ১, অসংরক্ষিত এক্স- সার্ভিসম্যান ১, অসংরক্ষিত ইসি ২ টি ), এসসি ২ টি , এসসি এক্স-সার্ভিসম্যান ১ টি , ওবিসি-এ ১ টি।

অ্যাসিস্টেন্ট টেকনোলজি ম্যানেজার ২৬ টি ( জেনারেল ৭ টি, জেনারেল মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন  ১, জেনারেল পিএইচ ১, জেনারেল এক্স-সার্ভিসম্যান ১, এসসি ৪, এসসি ইসি  ১, এসটি ইসি ১, এসটি এক্স-সার্ভিসম্যান ১, ওবিসি-এ ২, ওবিসি ইসি ১,  ওবিসি -বি এস-সার্ভিসম্যান ১, ওবিসি-বি ১ )

শিক্ষাগত যোগ্যতা: ব্লক টেকনোলজি ম্যানেজার – এগ্রিকালচার/ হর্টিকালচার/ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং/ ভেটেরিনারি সায়েন্স ও অ্যানিমেল হাসবেন্ড্রী/  ডেয়ারি সায়েন্স/ ফিশারি সায়েন্স/ ফরেস্ট্রি/ ফুড টেকনোলজি / বায়ো-টেকনোলজি / সেরিকালচার / হোম কমিউনিটি  সায়েন্স ও ফুড নিউট্রিশান নিয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এছাড়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৬ মাসের কম্পিউটার সার্টিফিকেট কোর্স। স্নাতক হলে ৩ বছরের এবং স্নাতকোত্তর হলে ২ বছরের কৃষি বিদ্যা ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা লাগবে।

অ্যাসিস্টেন্ট টেকনোলজি ম্যানেজার – এগ্রিকালচার/ হর্টিকালচার/ ইকোনোমিক্স / মার্কেটিং/ ভেটেরিনারি সায়েন্স ও অ্যানিমেল হাসবেন্ড্রী সায়েন্স নিয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের কাজের অভিজ্ঞতা লাগবে।

উভয় পদের জন্যেই বয়সসীমা ১লা জানুয়ারি ২০১৭ অনুয়ায়ী সর্বোচ্চ ৪৫ বছর।

এগজাম্পটেড ক্যাটেগরির প্রার্থীদের  সরকারি এগজাম্পটেড সেল থেকে নিয়ে নেওয়া হবে।

আবেদন পদ্ধতি : অনলাইন আবেদন করতে হবে।  আবেদন করার শেষ তারিখ ২ জানুয়ারি, ২০১৮। অনলাইন -এ আবেদন করার সময় ৩০ কেবি ছবি ও ২০ কবির সাক্ষর আপলোড করতে হবে।

অনলাইন আবেদন লিঙ্ক – http://www.hooghly.gov.in/recruitment_notices.htm