হেভি ওয়াটার বোর্ডে ২১৬ স্টাইপেন্ডিয়ারি ট্রেনি, ইউডিসি

930
0
HWB Recruit Picture

কেন্দ্রীয় পরমাণু শক্তি মন্ত্রকের অধীন হেভি ওয়াটার বোর্ডে ২০৯ জন স্টাইপেন্ডিয়ারি ট্রেনি, ৭ জন আপার ডিভিশন ক্লার্ক ও আরও কিছু পদে নিচের যোগ্যতার তরুণ-তরুণীদের নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অনলাইনে।

বিজ্ঞপ্তি নম্বর: HWB/1/2018. ট্রেনিংয়ে সফল হলে নিয়োগের জন্য বিবেচিত হতে পারেন।

শূন্যপদের বিন্যাস: ক্যাটেগরি-ওয়ান স্টাইপেন্ডিয়ারি ট্রেনি: পোস্ট নং ১: কেমিক্যাল: শূন্যপদ ৩৫ (অসংরক্ষিত ১৪, ওবিসি ১৩, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩)। পোস্ট নং ২: মেকানিক্যাল: শূন্যপদ ১৬ (অসংরক্ষিত ৮, ওবিসি ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। পোস্ট নং ৩: ইলেক্ট্রিক্যাল: শূন্যপদ ৮ (অসংরক্ষিত ২, ওবিসি ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। পোস্ট নং ৪: কেমিস্ট্রি (ল্যাবরেটরি): শূন্যপদ ৮ (অসংরক্ষিত ৩, ওবিসি ৩, তপশিলি উপজাতি ২)। পোস্ট নং ৫: বায়োসায়েন্স: শূন্যপদ ৩ (অসংরক্ষিত ১, ওবিসি ১, তপশিলি জাতি ১)।

ক্যাটেগেরি-টু স্টাইপেন্ডিয়ারি ট্রেনি: পোস্ট নং ৬: প্রসেস/ প্ল্যান্ট অপারেটর: শূন্যপদ ৬০ (অসংরক্ষিত ৩০, ওবিসি ১৭. তপশিলি জাতি ৯, তপশিলি উপজাতি ৪)। পোস্ট নং ৭: ইলেক্ট্রিক্যাল: শূন্যপদ ২৮ (অসংরক্ষিত ১৬, ওবিসি ৮, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ২)। পোস্ট নং ৮: মেকানিক্যাল (ফিটার): শূন্যপদ ৩৪ (অসংরক্ষিত ১৭, ওবিসি ১২, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২)। পোস্ট নং ৯: টার্নার: শূন্যপদ ৪ (অসংরক্ষিত ১, ওবিসি ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। পোস্ট নং ১০: মেশিনিস্ট: শূন্যপদ ৫ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। পোস্ট নং ১১: ওয়েল্ডার: শূন্যপদ ৬ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। পোস্ট নং ১২: ড্রাফটসম্যান (সিভিল/ মেকানিক্যাল): শূন্যপদ ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)।

এছাড়াও ডাক্তার, নার্স, ক্রেন/ফোর্কলিফট অপারেটর, স্টেনগ্রাফার ইত্যাদি কিছু পদে নিয়োগ হবে। যেমন পোস্ট নং ১৮: আপার ডিভিশন ক্লার্ক, শূন্যপদ ৭ (অসংরক্ষিত ৪, ওবিসি ১, তপশিলি জাতি ২, বিআরআইটি ওবিসি ১)।

যোগ্যতা (মোট অন্তত ৬০% নম্বর সহ): পোস্ট নং ১: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। পোস্ট নং ২: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। পোস্ট নং ৩: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। পোস্ট নং ৪: প্রধান বিষয় হিসেবে কেমিস্ট্রি সহ বিএসসি এবং সহায়ক বিষয় হিসেবে ফিজিক্স/ ম্যাথমেটিক্স/ বায়োলজি। পোস্ট নং ৫: বায়োকেমিস্ট্রি/ বায়োসায়েন্স/ মাইক্রো বায়োলজি/ বায়োটেকনোলজিতে বিএসসি।

পোস্ট নং ৬: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর সহ বিজ্ঞান শাখায় এইচএসসি (১০+২) বা সমতুল (ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স থাকতে হবে)।

পোস্ট নং ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সায়েন্স এবং ম্যাথমেটিক্স সহ এসএসসি পাশ সঙ্গে ইলেক্ট্রিক্যাল/ ফিটার/ টার্নার/ মেশিনিস্ট/ ওয়েল্ডার/ ড্রাফটসম্যান ট্রেড সার্টিফিকেট। ট্রেড সার্টিফিকেটের ক্ষেত্রে ১) দু বছরের সময়সীমার এনটিসি (আইটিআই পাশ) অথবা ২) অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমে দু বছরের সময়সীমার ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট (এনএসি)। সবক্ষেত্রেই কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাশ করে থাকতে হবে।

পোস্ট নং ১৮: মোট অন্তত ৫০% নম্বর সহ যে-কোনো শাখার গ্র্যাজুয়েট, সঙ্গে ইংরেজি টাইপিংয়ে মিনিটে ৩০ শব্দের গতি। কম্পিউটার ডেটা প্রসেসিং জানা দরকার।

শারীরিক মাপজোক: (কেবল স্টাইপেন্ডিয়ারি ট্রেনি পদগুলির জন্য) পুরুষ প্রার্থীদের উচ্চতা ১৫২ সেন্টিমিটার ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৪৮ সেন্টিমিটার হতে হবে। উচ্চতা ও শারীরিক গঠনের সঙ্গে সামঞ্জস্য রেখে ওজন হতে হবে। কোনোরকম অঙ্গবিকৃতি বা রাতকানা, বর্ণান্ধতা, কানের ফাটা পর্দা ইত্যাদি থাকলে আবেদন করা যাবে না। দৃষ্টিশক্তি: দূরের দৃষ্টি ৬/১৮ বা আরও ভালো (চশমা ছাড়া), চশমা পরে বা অন্য কোনো সংশোধন থাকলে ৬/৬। কাছের দৃষ্টি এন৮ (চশমা ছাড়া), চশমা পরে বা অন্য কোনো সংশোধনে এন৬।

বয়সসীমা(দরখাস্তের শেষ তারিখের হিসাবে): ক্যাটেগরি ওয়ানের ক্ষেত্রে ১৮-২৪ বছরের মধ্যে। ক্যাটেগরি টু-এর ক্ষেত্রে ১৮-২২ বছরের মধ্যে। পোস্ট নং ১৮-র জন্য ২৭ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

স্টাইপেন্ড, বেতন: ক্যাটেগরি-ওয়ান (ট্রেনি) স্টাইপেন্ড প্রথম বছর মাসে ১৬০০০, ২য় বছর ১৮০০০ টাকা, ২ বছরের ট্রেনিংয়ের পরে চাকরিতে নিযুক্ত হলে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/সি হিসাবে শুরুর মূল বেতন ৪৪৯০০ টাকা। ক্যাটেগরি-টু (ট্রেনি) স্টাইপেন্ড প্রথম বছর মাসে ১০৫০০, ২য় বছর ১২৫০০ টাকা, ২ বছরের ট্রেনিংয়ের পরে চাকরিতে নিযুক্ত হলে টেকনিশিয়ান/বি হিসাবে শুরুর মূল বেতন ২১৭০০ টাকা বা টেকনিশিয়ান/সি হিসাবে শুরুর মূল বেতন ২৫৫০০ টাকা। স্টাইপেন্ডিয়ারি ট্রেনিদের এককালীন ৩০০০ টাকা বই ভাতাও দেওয়া হবে। ১৮ নং পদে শুরুর মূল বেতন ২৫৫০০ টাকা। বেতনভুক্ত পদগুলিতে অন্যান্য ভাতাও আছে।

প্রার্থী বাছাই পদ্ধতি: ক্যাটেগরি-ওয়ানের ট্রেনিদের জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারিভিউ, ক্যাটেগরি-টু ট্রেনিদের জন্য প্রাইমারি লিখিত পরীক্ষা, অ্যাডভান্সড (ট্রেড) লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ক্যাটেগরি-ওয়ান ও টু-র পরীক্ষা হবে মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ, ভুবনেশ্বর, কোটা কেন্দ্রে। অন্যান্য পদের পরীক্ষা কেবল মুম্বইয়ে।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, প্রাক্তন সেনাকর্মী, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.hwb.gov.in অথবা https://hwb.mahaonline.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৫ জুন ২০১৮ তারিখ রাত ১২টা পর্যন্ত। কোনো জিজ্ঞাসা থাকলে ০২২ ২৫৪৮৬৪০৯ এই হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন বা মেল করতে পারেন rect@mum.hwb.gov.in-এ। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।