হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, ইউনানি ডিগ্রি কোর্সে ভর্তি কেবল সর্বভারতীয় নীট-এর মাধ্যমে

662
0

যাঁরা আয়ুষ-এর কোনো ব্যাচেলর ডিগ্রি কোর্সে (বিএইচএমএস, বিএএমএস, বিইউএমএস) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হতে চান তাঁদের সর্বভারতীয় নীট (NEET (UG)-2020)-এ বসতে হবে। শুধু ওই পরীক্ষার স্কোরের ভিত্তিতেই ভর্তি হওয়া যাবে, আর কোনো পরীক্ষা নেই। ন্যাশনাল টেস্ট এজেন্সি (NTA) ওই পরীক্ষা নেবে আগামী ৩ মে রবিবার। তার জন্য রেজিস্ট্রেশন চলছে, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বিস্তারিত জানা যাবে ন্যাটের সংশ্লিষ্ট ওয়েবসাইটে (www.ntaneet.nic.in)। পশ্চিমবঙ্গ সরকারের আয়ুষ-এর সেন্ট্রাল সিলেকশন কমিটির এই বিজ্ঞপ্তি (No 914/HD/4E-162/2017 Dated 11.12.2019) দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে: https://www.wbhealth.gov.in/uploaded_files/notice/914.pdf