২০০ মেডিক্যাল স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল

1243
0

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ন্যাশনাল হেলথ মিশেনে উত্তর ২৪ পরগনায় ২০০ জন মেডিক্যাল স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে৷ সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে রিক্রুটমেন্ট নোটিফিকেসন রেফারেন্স মেমো নম্বর. DH&FWS/NHM/2020/622 – এর বাতিলের কথা জানানো হয়েছে৷  www.wbhealth.gov.in এবং www.north24parganas.gov.in ওয়েবসাইটে গিয়ে নোটিসটি দেখতে পাওয়া যাবে৷ গত ২৬ মার্চ আমাদের পোর্টালে মূল খবরটি প্রকাশিত হয়েছিল https://jibikadishari.co.in/?p=15224 লিঙ্কে৷