২০১৯-২১ ডিএলএড কোর্সে ভর্তির জন্য আবেদন শুরু

1058
0
D.El.Ed Result, D.El.Ed Exam

ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের মাধ্যমে ২ বছরের ডিএলএড (রেগুলার/ফেস-টু-ফেস মোড) কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ২০১৯-২১ শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে ৩০ মে, ২০১৯ তারিখ থেকে।

যোগ্যতা: এনসিটিইর নিয়ম অনুযায়ী স্বীকৃত বোর্ড/কাউন্সিল/ইউনিভার্সিটি থেকে ৫০% (সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে ৪৫ %) নম্বর সহ উচ্চমাধ্যমিক/সমতুল উত্তীর্ণ। যে ক্ষেত্রে উচ্চমাধ্যমিকের ফলাফলে গড় নম্বর উল্লেখ নেই, সেখানে “বেস্ট অব ফাইভ” অনুযায়ী গড় ধরা হবে।

বয়সসীমা: ১ জুলাই, ২০১৯ অনুযায়ী প্রার্থীর সর্বোচ্চ বয়স জেনারেল প্রার্থীদের জন্য ৩৫ বছর, এসসি/এসটি/ পিএইচ প্রার্থীদের জন্য ৪০ বছর, ওবিসি-এ, ওবিসি-বি প্রার্থীদের জন্য ৩৮ বছর।

আগামী ১২ জুন, ২০১৯ তারিখ পর্যন্ত এই অনলাইন আবেদন চলবে। এই কোর্সে অনলাইনে আবেদন করার সময় আবেদন ফি হিসাবে নেওয়া হবে ৩০০ টাকা (এসসি/এসটি/পিএইচ প্রার্থীর জন্য ১৫০ টাকা )।

অনলাইন আবেদন করার ও বিস্তারিত তথ্য জানার লিঙ্ক: http://wbbprimaryeducation.org/

 

 

 

D.El.Ed Result, D.El.Ed Exam