৩১ ল্যাব টেকনিশিয়ান লাগবে পশ্চিম বর্ধমান জেলায়

1295
0
Purulia, State Govt Jobs, Purulia Jobs

পশ্চিম বর্ধমান জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের জন্য  ৩১টি ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর— 139//DH&FWS/ASSNL/18-19, Dated: 23rd May, 2018

শূন্যপদ: মোট ৩১টি শূন্যপদের মধ্যে অসংরক্ষিত ১৫, এসসি ৭, এসটি ২, ওবিসি-এ ৩, ওবিসি-বি ৩, অসংরক্ষিত পিএইচ ১।

যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বোর্ড থেকে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি/অঙ্ক সহ উচ্চমাধ্যমিক পাশ, সঙ্গে এআইসিটিই / ওয়েস্ট বেঙ্গল মেডিকেল ফ্যাকাল্টি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা। কম্পিউটার নলেজ, এমএস অফিস ও ইন্টারনেট জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৮ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

আবেদন পদ্ধতি: ৮ জুন, ২০১৮ তারিখের মধ্যে রেজিস্টার্ড/স্পিড পোস্ট/কুরিয়ারের মাধ্যমে আবেদন পাঠাতে হবে। আবেদন পত্রের সঙ্গে বয়স, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য প্রয়োজনীয় নথির নিজের অ্যাটেস্টেড কপি দিতে হবে। আবেদন পত্রের খামের উপর লিখে দিতে হবে “APPLICATION FOR THE POST OF LAB TECHNICIAN”

আবেদন পাঠানোর ঠিকানা: Office of the Chief Medical Officer of Health, Paschim Bardhaman, Kalyanpur, Beside CWC Office, Post- R.K. Mission, PIN-713305.

আবেদনপত্রের নমুনা ডাউনলোড করার লিঙ্ক: https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/1392.pdf