৩৫৬ নার্সিং অফিসার, সিস্টার জিডিআই নিয়োগ, এইমসের বিভাগীয় কর্মীদের মধ্যে থেকে

1043
0
UPSC Nursing Officer Recruitment

হরিয়ানায় এইমস-এর ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে ৩৫৬ জন সিস্টার জিডিআই, অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট ও নার্সিং অফিসার নিয়োগ করা হবে, বিভাগীয় কর্মীদের মধ্যে থেকে। এরকম আরও নানা নানা-ফ্যাকাল্টি পদে এভাবে নিয়োগ হবে। ঝজ্জরে অবস্থিত এই ইনস্টিটিউটটি কাজ শুরু করবে আগামী আগস্ট-সেপ্টেম্বর থেকে। এইমস-এর যে-কোনো কেন্দ্র, শাখা, ইউনিট ও বিভাগের কর্মীরা আবেদন করতে পারেন নিজ-নিজ কেন্দ্র/শাখা/ইউনিট/ বিভাগীয় প্রধানের মাধ্যমে। বিশদ তথ্যও পাওয়া যাবে তাঁদের কাছে। এইমসের ওয়েবসাইটেও (https://www.aiims.edu/images/pdf/recruitment/advertisement/recttcell-13-4-18.pdf) দেখতে পারেন। মেমোরান্ডাম নম্বর: CO-441331/2018/CF।

শূন্যপদ: নার্সিং অফিসার: শূন্যপদ ৩০৬। সিস্টার জিডিআই: ৪০। অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট: ১০।

বেতনক্রম: সিস্টার জিডিআই পদের ক্ষেত্রে পে ব্যান্ড টু অনুযায়ী ৯৩০০-৩৪৮০০ টাকা, গ্রেড পে ৪৮০০ টাকা। অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য পে ব্যান্ড ওয়ান অনুযায়ী ৫২০০-২০২০০ টাকা, গ্রেড পে ২৮০০ টাকা। নার্সিং অফিসার পদের জন্য পে ব্যান্ড টু অনুযায়ী ৯৩০০-৩৪৮০০ টাকা, গ্রেড পে ৪৬০০ টাকা।