কারেন্ট অ্যাফেয়ার্স ৩ ডিসেম্বর, ২০১৭

schedule
2017-12-05 | 05:23h
update
2017-12-16 | 08:24h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • বেতন ও ভাতা বিষয়ক যৌথ স্ট্যান্ডিং কমিটির নতুন চেয়ারম্যান মনোনীত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বন্দারু দত্তাত্রেয়। আগে এই পদে ছিলেন যোগী আদিত্যনাথ।
  • কলকাতার জি ডি বিড়লা স্কুল আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল স্কুল কর্তৃপক্ষ। চার বছরের এক ছাত্রীকে যৌননিগ্রহের আভিযোগ উঠেছে স্কুলটির ২ শিক্ষকের বিরুদ্ধে। ওই স্কুলের অধ্যক্ষাকেও গ্রেফতারের সুপারিশ করল রাজ্য শিশু সুরক্ষা কমিশন। অভিযুক্তদের আড়াল করার আভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অনুষ্ঠিত হতে চলা সর্ববৃহৎ যৌথ বিমান মহড়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল উত্তর কোরিয়া। ওই দুই দেশকে ‘যুদ্ধবাজ’ বলল তারা।
  • ওমান উপসাগরে চাবাহার বন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করলেন ইরানের রাষ্ট্রপতি হাসান রৌহানি। এর ফলে মধ্য এশিয়া ও আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্য সহজ হবে।
  • জঙ্গি দমনে পাকিস্তানের নেওয়া ভূমিকায় তারা সন্তুষ্ট নয় বলে মন্তব্য করল মার্কিন যুক্তরাষ্ট্র।
Advertisement

খেলাধূলা

  • দিল্লি টেস্টে ৭ উইকেটে ৫৩৬ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করল ভারত। জবাবে প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৩১ রান করল শ্রীলঙ্কা। ভারতের অধিনায়ক বিরাট কোহলির ইনিংস এদিন শেষ হল ২৪৩ রানে। অধিনায়ক হিসাবে সবথেকে বেশি (৬টি) দ্বিশতরান করে তিনি টপকে গেলেন ব্রায়ান লারাকে। এটা নতুন রেকর্ড। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিরাটের সমান (৬টি) দ্বিশতরান আছে কেবল শচীন তেন্ডুলকর ও বীরেন্দ্র সেহবাগের। একই সিরিজে দুটি দ্বিশতরানের নজির বিরাট ছাড়া আছে শুধু ভিনু মানকড়ের (১৯৫৫-৫৬, বনাম নিউজিল্যান্ড)। এক্ষেত্রে বিশ্বে তিনি ত্রয়োদশ খেলোয়াড়।
  • অ্যাসেজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৪২ রান করে ইনিংস ডিক্লেয়ার করল। পঞ্চম শতরান করলেন শন মার্শ। জবাবে ইংল্যান্ড ১ উইকেট হারিয়ে ২৯ রান করল।
  • কলকাতায় মরসুমের প্রথম ডার্বিতে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারাল মোহনবাগান।

বিবিধ

  • গত ২২ জুলাই থেকে ২২ অক্টোবর পর্যন্ত সময়কালে ৯.৩৯ লক্ষ প্রবীণ নাগরিক রেলে টিকিট কাটতে গিয়ে স্বেচ্ছায় তাঁদের প্রাপ্য ভুর্তুকি ছেড়ে দিয়েছেন। ‘গিভ আপ’ নামের প্রকল্পটি গত বছর চালু করেছিল ভারতীয় রেল। এর ফলে রেল কর্তৃপক্ষের প্রায় ৪০ কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানা গেল।
  • ২০২০ সালের জুন মাসের পর থেকে ভারত স্টেজ ফোর মানের গাড়ির রেজিস্ট্রেশন করা হবে না। এই মর্মে খসড়া নির্দেশিকা প্রকাশ করল কেন্দ্র।
  • প্রয়াত হলেন বাংলার দরবেশি গানের খ্যাতনামা সাধক কালচাঁদ দরবেশ। তাঁকে কেন্দ্র করে ‘ইন সার্চ অব দরবেশি সংস’ নামে একটি তথ্যচিত্র তৈরি হয়েছিল।
  • খবরে প্রকাশ, নভেম্বর মাসে ভারতের শেয়ার বাজারে ১৯৭০০ কোটি টাকা লগ্নি করেছেন বিদেশি বিনিয়োগকারীরা।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2024 - 00:35:46
Privacy-Data & cookie usage: