Site icon জীবিকা দিশারী

৪৬৫ ল্যাবরেটরি টেকনিশিয়ান

Jhargram Recruitment 2024

মেডিকেল সার্ভিসেস রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে চেন্নাইতে ১৫০৮ জন ল্যাবরেটরি টেকনিশিয়ান গ্রেড থ্রি নিয়োগ করা হবে, তারমধ্যে অসংরক্ষিত পদ ৪৬৫টি। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের প্রার্থীরাও এই ৪৬৫টি অসংরক্ষিত পদের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ তাঁরা সংরক্ষণের কোনো সুবিধা পাবেন না। এই নিয়োগের নোটিফিকেশন নম্বর: 18/MRB/2019.

বয়সসীমা: ১ জুলাই ২০১৯ তারিখের হিসেবে ১৮-৩০ বছরের মধ্যে।

যোগ্যতা: ১) প্লাস-টু পরীক্ষা পাশ সঙ্গে ২) ডিরেক্টর অব মেডিকেল এডুকেশন স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে মেডিকেল ল্যাব টেকনোলজি কোর্সে এক বছরের সময়সীমার সার্টিফিকেট এবং ৩) ভালো দৃষ্টিশক্তি হতে হবে, শারীরিক দিক থেকে পুরোপুরি সুস্থ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১১ নভেম্বর ২০১৯-এর মধ্যে।

পারিশ্রমিক: প্রতি মাসে ৮০০০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি: মাধ্যমিক (২০%)-উচ্চমাধ্যমিক (৩০%) ও ডিপ্লোমা/সার্টিফিকেট (৫০%) পরীক্ষায় পাওয়া নম্বরের মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ৬০০ টাকা। নেট ব্যাঙ্কিং/ ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ মোবাইল ওয়ালেটের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: www.mrb.tn.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।

 

Exit mobile version