কারেন্ট অ্যাফেয়ার্স ৪ ডিসেম্বর, ২০১৭

schedule
2017-12-07 | 07:56h
update
2017-12-16 | 07:30h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনের জন্য মনোনয়ন পত্র পেশ শুরু হল। মোট ৮৯টি মনোয়ন জমা পড়ল। তার মধ্যে সবগুলিতেই সহসভাপতি রাহুল গান্ধির নামই প্রস্তাব করা হয়েছে।
  • বারবার বলার পরও দূষণ মোকাবিলায় অ্যাকশন প্ল্যান জমা না দেওয়ার জন্য দিল্লি সরকারকে ভর্ত্সনা করল জাতীয় পরিবেশ আদালত (এন জি টি)। প্রসঙ্গত, দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ভারত শ্রীলঙ্কা টেস্ট চলার সময় শ্রীলঙ্কার ক্রিকেটারদের মুখোশ পরে খেলার ঘটনায় দূষণ নিয়ে সমালোচনার মুখে পড়েছে ভারত।

আন্তর্জাতিক

  • ইয়েমেনের প্রাক্তন রাষ্ট্রপতি তথা জেনারেল পিপল`স কংগ্রেস-এর শীর্ষনেতা আলি আবদুল্লা সালেহকে (৭৫) হত্যা করা হল। তাঁর বাড়িতে বোমা ছোড়া হয়েছিল। এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করল হুথি গোষ্ঠী। ইয়েমেনের উত্তর ও দক্ষিণ প্রদেশের মিলনের পর তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন। ২২ বছর পদে ছিলেন তিনি। গত ৫ বছর ধরে হুথিদের সঙ্গে মিলে তিনিই ছিলেন দেশের বিরোধী রাজনীতির প্রধান মুখ।
  • ৫ দিনের যুদ্ধ মহড়া শুরু করল মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এফ ২২, এফ ৩৫ সহ ২৩০টি যুদ্ধবিমান অংশ নিচ্ছে এই যৌথ বিমান মহড়ায়।
  • পাকিস্তানিরা তাদের দেশের জঙ্গিঘাঁটি ধ্বংস করলে ভালো, নাহলে মার্কিনিরাই তা ধ্বংসের চেষ্টা করবে। এদিন এই হুঁশিয়ারি দিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র প্রধান মাইক পাম্প। একই দিনে মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস পাক সফরে ইসলামাবাদ পৌঁছলেন।
  • ব্রেক্সিট প্রক্রিয়া চূড়ান্ত করতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লোদ জ্যাঁকারের সঙ্গে বৈঠক করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে।
Advertisement

খেলা

  • দেশের মাঠে অনুষ্ঠিত হকি ওয়ার্ল্ড লিগ ফাইনালসে গ্রুপ লিগের শেষ ম্যাচে জার্মানির কাছে ০-২ গোলে হেরে গেল ভারত। একটি ম্যাচে ড্র ও দুটিতে পরাজয়ের ফলে ভারতের পক্ষে আর পরবর্তী নক আউট পর্যায়ে ওঠার সম্ভবনা থাকল না।
  • অ্যাডিলেডে ইংল্যান্ডের প্রথম ইনিংস ২২৭ রান শেষ হল। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট খুইয়ে ৫৩ রান করল। প্রথম ইনিংসে তারা ৮ উইকেটে ৪১২ রান করে ডিক্লেয়ার করেছিল। এদিন সুযোগ থাকলেও তারা ফলোঅন করায়নি ইংল্যান্ডকে।
  • দিল্লি টেস্টে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৫৬ রান করল শ্রীলঙ্কা। জোড়া শতরান করলেন দিনেশ চন্ডিমল (অপরাজিত ১৪৭) এবং অ্যাঞ্জেলা ম্যাথিউজ (১১১)।

বিবিধ

  • প্রয়াত হলেন চিত্রাভিনেতা শশী কাপুর (৭৯)। ১৯৩৮ সালের ১৮ মার্চ কলকাতায় জন্ম হয়েছিল তাঁর। আসল নাম বলবীর রাজ কাপুর। পৃথ্বীরাজ কাপুরের ছোট ছেলে তিনি। রাজ কাপুর ও শাম্মি কাপুর তাঁর বড় দাদা। ৪ বছর বয়স থেকেই হিন্দি ছবিতে অভিনয় শুরু করেন। নায়ক হিসাবে প্রথম ছবি ‘ধর্মপুত্র’। ‘কভি কভি’, ‘ওয়াক্ত’, ‘নিউ দিল্লি টাইমস’, ‘সত্যম শিবম সুন্দরম’, ‘জুনুন’, ‘দিওয়ার’ সহ শতাধিক ছবিতে তিনি অভিনয় করেছিলেন। ইংরেজি ‘সিদ্ধার্থ দ্য হাউসহোল্ডার শেক্সপিয়ারওয়ালা’ ছবিতেও অভিনয় করেন। তাঁর তৈরি প্রযোজনা সংস্থার নাম ফিল্ম ভালাস। ২০১১ সালে পদ্মভূষণ সম্মান এবং ২০১৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান। তাঁর অভিনয় করা শেষ ছবি জিন্নাহ (১৯৯৮)।
  • প্রয়াত হলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূরবী মুখোপাধ্যায়। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.05.2024 - 10:58:50
Privacy-Data & cookie usage: