৫৯৮ লেকচারার নিয়োগ রাজ্যের পলিটেকনকগুলিতে

674
1

ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, হিউম্যানিটিজ ও ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিষয়ে ৫৯৮ জন লেকচারার নিয়োগ করা হবে রাজ্যের সরকারি পলিটেকনকগুলির জন্য। পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অব টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট-এর অধীনে এই নিয়োগ। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। বিজ্ঞপি নম্বর: ২৪/২০১৮।

বিষয় অনুযায়ী শূন্যপদের বিন্যাস: ক্রমিক সংখ্যা ১: সিভিল ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ৮২ (অসংরক্ষিত ৪২, তপশিলি জাতি ১৭, তপশিলি উপজাতি ৭, ওবিসি এ ৭, ওবিসি বি ৬, শ্রবণ প্রতিবন্ধী ২, এলডি/সিপি ১)। ক্রমিক সংখ্যা ২: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ১০১ (অসংরক্ষিত ৪৭, তপশিলি জাতি ২০, তপশিলি উপজাতি ১২, ওবিসি এ ১০, ওবিসি বি ৬, দৃষ্টি প্রতিবন্ধী ২, শ্রবণ প্রতিবন্ধী ২, এলডি/সিপি ২)। ক্রমিক সংখ্যা ৩: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ১০২ (অসংরক্ষিত ৫৩, তপশিলি জাতি ২২, তপশিলি উপজাতি ৬, ওবিসি এ ১০, ওবিসি বি ৭, দৃষ্টি প্রতিবন্ধী ১, শ্রবণ প্রতিবন্ধী ২, এলডি/সিপি ১)। ক্রমিক সংখ্যা ৪: কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি: শূন্যপদ ৪৪ (অসংরক্ষিত ২৩, তপশিলি জাতি ৯, তপশিলি উপজাতি ৪, ওবিসি এ ৪, ওবিসি বি ৩, এলডি/সিপি ১)। ক্রমিক সংখ্যা ৫: অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ১৮ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২, ওবিসি এ ৩, ওবিসি বি ১, দৃষ্টি প্রতিবন্ধী ১)। ক্রমিক সংখ্যা ৬: ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ৪০ (অসংরক্ষিত ২১, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ২, ওবিসি এ ৫, ওবিসি বি ৪, শ্রবণ প্রতিবন্ধী ১)। ক্রমিক সংখ্যা ৭: ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ৩ (অসংরক্ষিত ২, দৃষ্টি প্রতিবন্ধী ১)। ক্রমিক সংখ্যা ৮: সার্ভে ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ১৪ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২, ওবিসি এ ১, ওবিসি বি ১)। ক্রমিক সংখ্যা ৯: ফিজিক্স: শূ্ন্য পদ ৪০ (অসংরক্ষিত ১৯, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৪, ওবিসি এ ৪, ওবিসি বি ৩, শ্রবণ প্রতিবন্ধী ১, এলডি/সিপি ১)। ক্রমিক সংখ্যা ১০: কেমিস্ট্রি: শূন্যপদ ২৮ (অসংরক্ষিত ১৪, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ২, ওবিসি এ ৩, ওবিসি বি ২, শ্রবণ প্রতিবন্ধী ১)। ক্রমিক সংখ্যা ১১: ম্যাথমেটিক্স: শূন্যপদ ৩৯ (অসংরক্ষিত ২০, তপশিলি জাতি ৯, তপশিলি উপজাতি ২, ওবিসি এ , ওবিসি বি ৩, শ্রবণ প্রতিবন্ধী ১)। ক্রমিক সংখ্যা ১২: হিউম্যানিটিজ: শূন্যপদ ৪১ (অসংরক্ষিত ২০, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৪, ওবিসি এ ৪, ওবিসি বি ৩, দৃষ্টি প্রতিবন্ধী ১, শ্রবণ প্রতিবন্ধী ১)। ক্রমিক সংখ্যা ১৩: মাল্টিমিডিয়া টেকনোলজি: শূন্যপদ ৫ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১)। ক্রমিক সংখ্যা ১৪: থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স: শূন্যপদ ৬ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১)। ক্রমিক সংখ্যা ১৫: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ৮ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ২, দৃষ্টি প্রতিবন্ধী ১)। ক্রমিক সংখ্যা ১৬: মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ১০ (অসংরক্ষিত ৪, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ৩, ওবিসি বি ১)। ক্রমিক সংখ্যা ১৭: ফুড প্রসেসিং টেকনোলজি: শূন্যপদ ৫ (তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১, ওবিসি বি ১, দৃষ্টি প্রতিবন্ধী ১)। ক্রমিক সংখ্যা ১৮: আর্কিটেকচার: শূন্যপদ ৫ (তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১, দৃষ্টি প্রতিবন্ধী ১ )। ক্রমিক সংখ্যা ১৯: মাইনিং ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ১ (তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ২০: মাইনিং সার্ভে: শূন্যপদ ২ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১)। ক্রমিক সংখ্যা ২১: কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি: শূন্যপদ ১ (তপশিলি উপজাতি)। ক্রমিক সংখ্যা ২২: পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ১ (তপশিলি উপজাতি)। ক্রমিক সংখ্যা ২৩: মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি: শূন্যপদ ২ (তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৮ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৭ বছর। পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স ও হিউম্যানিটিজের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণির মাস্টার ডিগ্রি। অন্যান্য বিষয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণির ব্যাচেলর ডিগ্রি। সবক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে থাকতে হবে এবং বাংলায় বলতে ও লিখতে জানতে হবে।

আবেদনের ফি: ২১০ টাকা। অনলাইন ফি দিলে বাড়তি ৫ টাকা এবং অফলাইনে দিলে ২০ টাকা ব্যাঙ্কের সার্ভিস চার্জ দিতে হবে। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না। অনলাইন আবেদনের ফি দেওয়া যাবে ১৩ আগস্ট ২০১৮ তারিখ পর্যন্ত। অফলাইনে ফি দেওয়া যাবে ১৪ আগস্ট ২০১৮ পর্যন্ত, ব্যাঙ্কের সময়সীমার মধ্যে, কিন্তু চালান ১৩ আগস্টের মধ্যে জেনারেট করে রাখতে হবে।

আবেদনের পদ্ধতি: www.pscwbapplication.in এবং www.pscwbonline.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে ২৪ জুলাই থেকে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। আবেদনের শেষ তারিখ ১৩ আগস্ট। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।