কারেন্ট অ্যাফেয়ার্স ৫ ডিসেম্বর, ২০১৭

712
0
all-current-affairs

জাতীয়

  • সাংসদ পদ বাতিল হয়ে গেল জনতা দল (ইউ) নেতা শরদ যাদব ও আলি আকবরের। তাঁরা দুজনেই ছিলেন রাজ্যসভার সদস্য। সংশ্লিষ্ট দলই সমর্থন প্রত্যাহার করায় এই সিদ্ধান্ত বলে জানালেন রাজ্যসভার চেয়ারম্যান €উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
  • অযোধ্যায় রাম জন্মভূমি বাবরি মসজিদ সংক্রান্ত বিতর্কিত জমি নিয়ে মামলার শুনানি ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দিল সুপ্রিমকোর্ট।

আন্তর্জাতিক

  • পাকিস্তানের তিনটি সড়ক প্রকল্পের অর্থ সহযোগিতা থেকে সরে এল চিন। ওবর প্রকল্পের ওই সড়ক নির্মাণে বড় আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। পাক সংবাদমাধ্যমে প্রকাশিত সেই খবরে চিন ক্ষুব্ধ বলে জানা গেছে।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প প্রথম যে নিষেধাজ্ঞা জারি করেছিলেন তা অনুমোদন করল মার্কিন সুপ্রিমকোর্ট। সিরিয়া, ইরান, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও চাদ– এই ছটি মুসলিমপ্রধান দেশ থেকে কাউকেই মার্কিন মুলুকে ঢুকতে দেওয়া হবে না বলে নির্দেশিকা জারি করেছিলেন তিনি। তবে নিম্ন আদালতের মামলাতেও বৈধতা পেতে হবে।
  • ইয়েমেনের প্রাক্তন রাষ্ট্রপতি আলি আবদুল্লা সালেহের নিহত হওয়ার ঘটনার পরিপেক্ষিতে হুথি জঙ্গিদের বিরুদ্ধে বিমান হানা শুরু করল সৌদি আরব। নিহত নেতার পুত্র আহমেদ আলি সালেহ এই হত্যাকাণ্ডের পিছনে সরাসরি ইরানকে দায়ী করেছেন।
  • মায়ানমার সেনা রোহিঙ্গাদের ওপর যে অত্যাচার চালিয়েছে তা গণহত্যা বলেই মন্তব্য করলেন রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কর্তা জেইদ রাদ আল হুসেইন।

খেলা

  • ফিরোজ শাহ কোটলায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হল ৩৭৩ রানে। জবাবে ৫ উইকেটে ২৪৬ রান করে ভারত দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করল। ৪১০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৩ উইকেট খুইয়ে ৩১ রান করল শ্রীলঙ্কা।
  • হকি ওয়ার্ল্ড লিগ ফাইনালের গ্রুপ লিগে গ্রুপের সর্বশেষ স্থান পেলেও কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেল ভারত। তাদের প্রতিপক্ষ বিপক্ষ গ্রুপের শীর্ষ পয়েন্ট পাওয়া দল বেলজিয়াম।
  • অ্যাডিলেড টেস্টে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্যমাত্রা হল ৩৫৪ রান। তারা দিনের শেষে ৪ উইকেটে ১৭৬ রান তুলল। এদিন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৩৮ রানে। তারা প্রথম ইনিংসে ২১৫ রানে এগিয়েছিল।

 বিবিধ

  • গত জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে কেন্দ্রের ঋণ ছিল ৬৫.৬৫ লক্ষ কোটি টাকা। তার আগের ত্রৈমাসিকের তুলনায় তা ২.৫৩ শতাংশ বৃদ্ধি পেল।
  • দেশ থেকে রপ্তানি বৃদ্ধি করতে রপ্তানির জন্য উৎসাহদান প্রকল্পে বার্ষিক বরাদ্দ ৮৪৫০ কোটি টাকা বাড়াল কেন্দ্র। প্রসঙ্গত, গত অক্টোবর মাসে রপ্তানি সরাসরি ১.২২ শতাংশ হ্রাস পেয়েছে।
  • শশী কাপুরের শেষকৃত্য সম্পন্ন হল রাষ্ট্রীয় মর্যাদায়।