৬০০০ গ্রুপ-ডি ফল আটকে মামলায়

543
0
Folafal Final Pic

পশ্চিমবঙ্গ সরকারের অফিসগুলিতে ৬০০০ গ্রুপ-ডি কর্মী নিয়োগের পরীক্ষার ইন্টারভিউ পর্বও কার্যত শেষ, ইতিমধ্যে ইন্টারভিউ নেওয়া হয়েছে ২০০০০ প্রার্থীর। বেশ কিছু প্রার্থীর ডকুমেন্ট ঠিকমতো জমা পড়েনি, কিছু শূন্যপদ, বিষেষত সংরক্ষিত ক্যাটেগরির বেশ কিছু শূন্যপদ পূরণের মতো যথেষ্ট প্রার্থীও মেধাতালিকায় না থাকায় তাঁদের জন্য কাট-অফ মার্কস শিথিল করা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত ফল বের করা আপাতত সম্ভব হচ্ছে না, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে একটি মামলা থাকার কারণে। মামলা মিটলে আদালতের রায়মাফিক ফল বের করা সম্ভব হবে বলে জানা গেছে।