৬৯ ক্লার্ক, স্টেনো, গ্রুপ-ডি হাওড়া জেলা আদালতে

schedule
2019-06-18 | 07:45h
update
2019-06-20 | 09:21h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

হাওড়া জেলা আদালতের একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর – 01 of 2019, 17.06.2019

শূন্যপদ—

স্টেনোগ্রাফার ৮ (অসংরক্ষিত ২, অসংরক্ষিত ইসি ৩, অসংরক্ষিত পিএইচ ১, এসসি এক্স-সার্ভিসম্যান ১, ওবিসি-এ ইসি ১)

লোয়ার ডিভিশন ক্লার্ক ২১ (অসংরক্ষিত ২, অসংরক্ষিত ইসি ৬, অসংরক্ষিত এক্স-সার্ভিসম্যান ১, অসংরক্ষিত মেরিটোরিয়াস স্পোর্টসপার্সন ১, এসসি ১, এসসি ইসি ৩, এসসি এক্স-সার্ভিসম্যান ১, ওবিসি-এ ১ ওবিসি-এ ইসি ২)

প্রসেস সার্ভার ১১ (অসংরক্ষিত ৩, অসংরক্ষিত ইসি ৩, অসংরক্ষিত এক্স-সার্ভিসম্যান ১, অসংরক্ষিত মেরিটোরিয়াস স্পোর্টসপার্সন ১, এসসি ১, এসসি ইসি ১, ওবিসি-এ ১)

গ্রুপ ডি (পিওন/নাইট গার্ড/ফরাস) ২৮ (অসংরক্ষিত ১২, অসংরক্ষিত ইসি ৪, অসংরক্ষিত এক্স-সার্ভিসম্যান ১, অসংরক্ষিত পিএইচডি ১, অসংরক্ষিত স্পোর্টপার্সন ১, এসসি ১, এসসি ইসি ৩, এসসি এক্স-সার্ভিসম্যান ১, এসটি ১, এসটি এক্স-সার্ভিসম্যান, ওবিসি-এ ইসি ১, ওবিসি-এ এক্স-সার্ভিসম্যান ১)

Advertisement

গ্রুপ ডি (সুইপার) ১ (ওবিসি-বি)

শিক্ষাগত যোগ্যতা—

স্টেনোগ্রাফার: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ, শর্ট হ্যান্ডে ৮০টি শব্দ প্রতি মিনিট ও টাইপিংয়ে ৩০টি শব্দ প্রতি মিনিট   স্পিড ঠেকতে হবে। স্বীকৃত/নামী প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে একটি ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে।  কম্পিউটার অপারেশানেও ভালো ফিঙ্গারিং স্পিড থাকতে হবে।

লোয়ার ডিভিশন ক্লার্ক: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট লাগবে।

প্রসেস সার্ভার / গ্রুপ ডি (পিওন, নাইট গার্ড, ফরাস): স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ।

সুইপার: বাংলা/হিন্দি/ইংলিশ-এ লিখতে বা পড়তে জানতে হবে।

বয়সসীমা: ১ জুন, ২০১৯ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর।  সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। অন্যান্য রাজ্যের প্রার্থীদের জেনারেল হিসাবে গণ্য করা হবে।

বেতনক্রম—

স্টেনোগ্রাফার: পে ব্যান্ড ৩ অনুযায়ী ৭,১০০-৩৭,৬০০ + গ্রেড পে ৩৯০০ টাকা

লোয়ার ডিভিশন ক্লার্ক: পে ব্যান্ড ২ অনুযায়ী ৫,৪০০-২৫,২০০ + গ্রেড পে ২৬০০

প্রসেস সার্ভার: পে ব্যান্ড ২ অনুযায়ী ৫,৪০০-২৫,২০০ + গ্রেড পে ২৩০০

গ্রুপ ডি: পিওন/নাইট গার্ড/ফরাস: পে ব্যান্ড ১ অনুযায়ী ৪,৯০০-১৬,২০০ + গ্রেড পে ১৭০০

গ্রুপ ডি: পে ব্যান্ড ১ অনুযায়ী ৪,৯০০-১৬,২০০ + গ্রেড পে ১৭০০

আবেদন: অনলাইনে আবেদন করতে হবে, আগামী ৮ জুলাই-এর মধ্যে। নিজের মোবাইল ও ই-মেল আইডি দিয়ে রেজিস্ট্রেশান করতে হবে।

আবেদন ফি—

স্টেনোগ্রাফার: অসংরক্ষিত ও ওবিসিদের ৪০০, এসসি/এসটি ৩০০, বাকিদের  কোনো ফি লাগবে না।

লোয়ার ডিভিশন ক্লার্ক: অসংরক্ষিত ও ওবিসিদের ৪০০, এসসি/এসটি ৩০০, অন্যান্যদের ফি নেই।

প্রসেস সার্ভার: অসংরক্ষিত/ওবিসি- ৩০০, এসসি/এসটি ২০০, বাকিদের ফি লাগবে না।

গ্রুপ ডি (পিওন/নাইট গার্ড): অসংরক্ষিত/ওবিসি ৩০০, এসসি/এসটি ২০০, অন্যান্যদের ফি লাগবে না।

সুইপার: ওবিসি-বি প্রার্থীদের ১৫০০ টাকা লাগবে।

অনলাইনে আবেদনের ও বিজ্ঞপ্তি দেখার ওয়েবসাইট: www.djhowrahrecruitment.com

 বা https://districts.ecourts.gov.in/howrah    

 

হাওড়া জেলা আদালতে গ্রুপ-‘সি’ ও ‘ডি’ পদগুলিতে নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি ও সিলেবাসAMP

 

West Bengal Jobs, West Bengal Government Jobs, Howrah Jobs

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2024 - 22:55:28
Privacy-Data & cookie usage: