৮১৯ গ্র্যাজুয়েট রাজ্য স্বাস্থ্য দপ্তরে

1775
0
WB Health, Health Facility Manager

ফেসিলিটি ম্যানেজার গ্রেড-থ্রি পদে ৮১৯ জন গ্র্যাজুয়েট তরুণ-তরুণী নেবে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে। মূল বেতন পে ব্যান্ড-৩ অনুযায়ী ৭১০০-৩৭৬০০ (শুরুতে ৭৪৪০ টাকা), গ্রেড পে ৩৬০০ টাকা। অন্যান্য ভাতাও আছে। আবেদন করতে হবে অনলাইনে, ১৪ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

শূন্যপদের বণ্টন: মোট ৮১৯টি পদের মধ্যে অসংরক্ষিত ৪২৪, তপশিলি জাতি ১৮১, তপশিলি উপজাতি ৪৯, ওবিসি-এ ৮২, ওবিসি-বি ৫৮, শারীরিক প্রতিবন্ধী ২৫।

যোগ্যতা, বয়স: যে-কোনো শাখার গ্র্যাজুয়েটরা ১ জানুয়ারি ২০১৯ তারিখে ৩৯-এর মধ্যে বয়স হলে আবেদন করতে পারেন। রাজ্যের তপশিলি, ওবিসি ও শারীরিক প্রতিবন্ধীরা নিয়মানুযায়ী ছাড় পাবেন।

আবেদন: অনলাইনে আবেদন করতে হবে। একের অধিক আবদেন করলে বাতিল করে দেওয়া হবে। ১৪ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি, রাত ৮টা পর্যন্ত আবেদনের লিঙ্ক খোলা থাকবে।

আবেদন ফি: অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি ১৬০ টাকা। রাজ্যের এসসি/এসটি শ্রেণির প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি লাগবে না। অনলাইন ব্যবস্থা ছাড়া মানি অর্ডার, চেক বুক, ব্যাঙ্ক ড্রাফট বা অন্য কোনোভাবে আবেদন ফি গ্রহণ হবে না।

বিজ্ঞপ্তির লিঙ্ক: http://www.wbhrb.in/assets/upload/resume/1547794794.pdf

 

 

Health Recruitment, WB Jobs, WB Recruitment