কারেন্ট অ্যাফেয়ার্স ১০ আগস্ট ২০২৩

360
0
10th August Current Affairs

আন্তর্জাতিক
  • দেশের সামরিক বাহিনীগুলির প্রধানদের একটি বৈঠকে ডেকে পাঠিয়েছিলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়ক কিম জং উন। সেই বৈঠক থেকেই সেনাপ্রধান পাক সু ইল-কে পদচ্যুত করলেন তিনি। নতুন সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করলেন রি ইয়ং গিল-কে।
  • প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের হাওয়াই দ্বীপপুঞ্জের অন্তর্গত মাওই দ্বীপের লাহাইনা শহর দাবানলে কার্যত ছারখার হয়ে গেল। প্রাণ গেছে অন্তত ৩৬ জনের।
  • ২০২২ সালের এপ্রিল মাসে পাকিস্তান আইন সভায় আস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতাচ্যুত হয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তখনই তিনি এই ঘটনার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন। এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদপত্র দাবি করল, সেই অভিযোগ মিথ্যা ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মাজিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যুরো অব সাউথ এন্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স এর উপ সচিব ডোনাল্ড লু – এর মধ্যে একটি গোপন কথাবার্তা তারা ফাঁস করেছে। সেখানে স্পষ্ট যে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইমরানের রাশিয়া সফরে ভয়ংকর ক্ষুব্ধ হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক ওই দিনেই রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছিল। এই ঘটনায় নিরপেক্ষ ভূমিকা নিয়েছিলেন ইমরান। সেখানেই ইমরানকে সরানোর কথা হয়েছিল বলে দাবি করা হয়েছে ওই সংবাদপত্রে।
জাতীয়
  • চন্দ্রপৃষ্ঠের স্পষ্ট ছবি পাঠালো ইসরো প্রেরিত চন্দ্রযান ৩। এখন চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে এই মহাকাশযান। গত ১৪ জুলাই এই মহাকাশযান উৎক্ষেপণ করা হয়েছিল।
  • লোকসভায় বিরোধী দলগুলির আনা অনাস্থা প্রস্তাবে ধ্বনি ভোটে জয়ী হল শাসক দল। এদিন লোকসভায় মণিপুর নিয়ে বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতেই লোকসভায় অনাস্থা প্রস্তাব  আনা হয়েছিল বলে জানিয়েছেন বিরোধীরা। এদিনই সাসপেন্ড করা হলো কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরীকে।
  • যাদবপুর বিশ্ববিদ্যালয় অস্বাভাবিক ভাবে মৃত্যু হল সদ্য ভর্তি হওয়া প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর। তিনি রেগিং এর শিকার কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। কলা বিভাগে বাংলা অনার্সের প্রথম বর্ষের ছাত্র তিনি। উঠেছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসেই।
খেলা
  • ভারতীয় ফুটবলে নতুন একটি রেকর্ড করেছেন হুগলির বলাগড়ের বাসিন্দা, দীপেশ মুর্মু। তিনি ইউনাইটেড স্পোর্টস দলের ফুটবলার। গত ২২ জুলাই তারিখে তিনি ইউনাইটেড স্পোর্টস-এর হয়ে কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশনে মাত্র চার মিনিটের মধ্যে তিনটি গোল করেছিলেন। সব মিলিয়ে পাঁচ মিনিটের মধ্যে তিনি চারটি গোল করেছিলেন। সি এফ সি দলের বিরুদ্ধে তিনি যথাক্রমে ৮৬,৮৭,৮৯ ও ৯০ মিনিটে গোলগুলি করেছিলেন। ভারতীয় ফুটবলের ইতিহাসে এটি সবথেকে কম সময়ে হ্যাটট্রিকের রেকর্ড। এর আগে চানমারি এফসির হয়ে হিন্দুস্তান এফসি দলের বিরুদ্ধে ২০১৫ সালে ৬ মিনিটে তিনটি গোল করেছিলেন লালবিয়াখলুয়া।
বিবিধ
  • এয়ার ইন্ডিয়া আগেই অধিগ্রহণ করেছিল টাটা গোষ্ঠী। এবার সংস্থার নতুন লোগো প্রকাশ করল তারা। এর নাম ‘ দ্য ভিস্তা ‘। সোনালী রঙের খোলা জালনার প্রতীক এই লোগোকে সম্ভাবনার জানলা হিসাবে বর্ণনা করলো এয়ার ইন্ডিয়া।
  • হলিউডে চিত্রনাট্যকার, লেখকদের ধর্মঘট ১০০ দিনে পড়ল। পারিশ্রমিক বৃদ্ধি করার দাবিতে প্রযোজকদের বিরুদ্ধে এই আন্দোলন করছেন তাঁরা।