কারেন্ট অ্যাফেয়ার্স ১০ সেপ্টেম্বর ২০২৩

schedule
2023-09-11 | 09:18h
update
2023-09-11 | 09:18h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • মরক্কোয় প্রবল ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ২১০০ ছাড়িয়ে গেল। ৮ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ১১টার সময় এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৬.৮। এদিনও একের পর এক অনুকম্প অনুভূত হয়েছে। তার মধ্যে একটির তীব্রতা ছিল রিখটার স্কেল অনুযায়ী ৪.৫।   একের পর এক পাহাড়ি অঞ্চল ও গ্রামে ভয়ংকর ক্ষয়ক্ষতির চেহারা আস্তে আস্তে সামনে আসছে। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। উত্তর আফ্রিকার এই দেশটির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, আলজেরিয়া, তুরস্ক, কাতার, ফ্রান্স, জার্মানি ও ইজরায়েল।
  • চিনের ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্প থেকে সরে আসার কথা জানালো ইতালি। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি চিনের প্রধানমন্ত্রীকে এই কথা জানিয়েছেন বলে জানা গেছে। আগে জি সেভেন গোষ্ঠীর সদস্যদের মধ্যে একমাত্র ইতালি এই প্রকল্পে যোগ দিতে সম্মত হয়েছিল। তাদের ধারণা ছিল চিনের সঙ্গে তাদের বাণিজ্যের পরিমাণ ক্রমশ বাড়বে। কিন্তু বাস্তবে চিনের সঙ্গে ইতালির বাণিজ্য ঘাটতি তলানিতে গিয়ে পৌঁছেছে।
  • নেদারল্যান্ডস জুড়ে আন্দোলন শুরু করেছেন পরিবেশকর্মীরা। তাঁদের দাবি, তেল ও গ্যাস শিল্পে সরকার অহেতুক ভর্তুকি দিচ্ছে। জীবাশ্ম জ্বালানিতে সমস্ত রকম ভর্তুকি বন্ধ করতে হবে। একদিনে এই বিক্ষোভ, পথ অবরোধ ঠেকাতে ২৪ হাজার পরিবেশকর্মীকে গ্রেপ্তার করতে হয়েছে হেগ প্রশাসনকে।
Advertisement

জাতীয়
  • নয়াদিল্লির ভারত মণ্ডপম-এ সাফল্যের সঙ্গে সমাপ্ত হল জি ২০ আন্তর্জাতিক গোষ্ঠীর শীর্ষ সম্মেলন। ভারত ইন্দোনেশিয়ার হাত থেকে এক বছরের জন্য এই সম্মেলনের সভাপতিত্ব পেয়েছিল। প্রথা মেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন এই সভাপতিত্ব তুলে দিলেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দ্য সিলভার হাতে। ভারতের প্রধানমন্ত্রী নভেম্বর মাসে অর্থাৎ জি কুড়ি গোষ্ঠীতে ভারতের সভাপতিত্ব থাকার মেয়াদ থাকার মধ্যেই আরো একটি ভার্চুয়াল সভা করার প্রস্তাব রেখেছেন। সেখানে সদ্য সমাপ্ত বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের কার্যকারিতা খতিয়ে দেখা যেতে পারে। এই সম্মেলনে উপস্থিত রাষ্ট্র নেতাদের সম্মানে এদিন নৈশ ভোজ দিয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই অনুষ্ঠান উপলক্ষে ‘গন্ধর্ব অতোদ্যম’ নামের একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে কর্নাটকী ও হিন্দুস্তানি রাগ সঙ্গীতের পাশাপাশি বাংলার ভাটিয়ালি লোকগানও গাওয়া হয়।
  • সূর্যের অভিমুখে যাত্রা শুরুর আগে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রেরিত সূর্য যান আদিত্য এল১ পৃথিবীর চারপাশে নির্দিষ্ট কক্ষপথে পাক খাচ্ছে। এদিন সেটি নির্ধারিত সূচি মেনে গতিপথ পরিবর্তন করে আরো বড় উপবৃত্তাকার একটি কক্ষপথে প্রবেশ করল। তার মাপ ২৯৬ কিমি × ৭১ হাজার ৭৬৭ কিমি।
  • অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠালো বিজয়ওয়াড়ার দুর্নীতি দমন আদালত। তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনশ কোটি টাকারও বেশি দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছে অন্ধ্রপ্রদেশ সিআইডি। এই মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পুলিশ উল্লেখ করেছে এ ৩৭ বা ৩৭ নম্বর অভিযুক্ত বলে।
খেলা
  • অনূর্ধ্ব ১৬ বছর পুরুষদের ফুটবলে সাফ কাপ চ্যাম্পিয়ন হল ভারত। ভুটানের রাজধানী থিম্পুতে প্রতিযোগিতার ফাইনালে ভারত ২-০ গোলে হারিয়ে দিল বাংলাদেশকে।
  • ইউ এস ওপেন মহিলা সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন কোকো গফ। মাত্র ১৯ বছর বয়সী কোকো এই প্রথম কোন গ্র্যান্ড স্ল্যাম জিতলেন। তিনি সেরেনা উইলিয়ামস এর পর কোন মার্কিন নাগরিক হিসাবে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন। এদিন ফাইনালে তিনি ২-৬,৬-৩,৬-২ ব্যবধানে হারালেন বেলারুশের আরিনা সাবালেঙ্কাকে।
  • কিংস কাপে তৃতীয় স্থান নির্ণয়ের ম্যাচে ভারত লেবাননের কাছে ০-১ গোলে হেরে গেল। অধিনায়ক সুনীল ছেত্রীর অনুপস্থিতিতে প্রতিযোগিতার দুটি ম্যাচেই ভারতকে নিষ্প্রভ দেখিয়েছে। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ইরাক। রানার আপ হয়েছে থাইল্যান্ড।
বিবিধ
  • ৯/১১ কান্ড ঘটেছিল ২০০১ সালের ১১ সেপ্টেম্বর। মার্কিন যুক্তরাষ্ট্রে ওই ঘটনায় নিহত হয়েছিলেন ২৭৫৩ জন। তাঁদের মধ্যে ১৬৪৯ জনকে শনাক্ত করা গিয়েছে। বাকিদের সনাক্ত করা যায়নি। ২২ বছর আগের এই ঘটনায় আরো দুজনের মৃতদেহের ‘নেক্সট জেনারেশন সিকোয়েন্স টেকনোলজি’ ব্যবহার করে সনাক্ত করা সম্ভব হয়েছে। তবে তাঁদের পরিচিতি প্রকাশ করা হয়নি।
  • ব্রিটেনের পাঁচ জন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারকে দোষী সাব্যস্ত করলো লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালত। অবসর জীবনে সমাজ মাধ্যমের নানাস্থানে জাতিবিদ্বেষ প্রচার করার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন এই পাঁচজন।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.05.2024 - 06:36:43
Privacy-Data & cookie usage: