কারেন্ট অ্যাফেয়ার্স ৭ জুলাই, ২০১৯

schedule
2019-07-10 | 05:37h
update
2019-07-10 | 05:38h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত ব্রিটিশ দূত কিম ডারোখের ব্রিটিশ দূতাবাস থেকে লন্ডনে স্বরাষ্ট্র দপ্তরে পাঠানো গোপন কূটনৈতিক কেবল বার্তা ফাঁস হয়ে গেল। সেখানে তিনি মার্কিন রাষ্ট্রপতি ডোনা্ড ট্রাম্পকে ‘অদক্ষ’, ‘অযোগ্য’ এবং ‘নিরাপত্তার অভাবে ভোগা ব্যক্তি’ বলে বার্তা পাঠিয়ে ছিলেন। একটি ব্রিটিশ ট্যবলয়েড এই সংবাদ প্রকাশ করেছে।
  • দুর্নীতি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে কারাদণ্ড দেওয়ার জন্য বিচারপতি আর্শাদ মালিককে ব্ল্যাকমেল করা হয়েছিল বলে নওয়াজকন্যা মরিয়ম নওয়াজ অভিযোগ করলেন। শাসক দলের তরফেই ব্ল্যাকমেল করা হয়েছিল বলে একটি ভিডিয়ো প্রকাশ করেছেন তিনি।

জাতীয়

  • শিশু বলি দেওয়ার চেষ্টা করে অসমের একজন বিজ্ঞান শিক্ষক পুলিশের হাতে ধরা পড়ল। অসমের ওদালপুরি জেলার কলাইগাঁয়ের ঘটনা এটি। লালবাহাদুর শাস্ত্রী মেমোরিয়াল হাইস্কুলের বিজ্ঞানের শিক্ষক যাদব সাহরিয়া একটি ৩ বছরের ছেলেকে বলি দিতে উদ্যোগী হয়েছিল। তাদের নিরস্ত করতে পুলিশকে গুলি চালাতে হয়। গুলিতে অতিরিক্ত রক্ত ক্ষরণে যাদবের যুবকপুত্রের মৃত্যু হয়েছে।
  • নাসার বিজ্ঞানী সম্মেলনে ডাক পেলেন ভারতীয় বংশোদ্ভূত প্রিয়াঙ্কা দাস। চাঁদে মানুষের পদার্পণের ৫০ বছর পূর্তি উপলক্ষে অক্টোবরে অনুষ্ঠিতব্য ওই সম্মেলনে ডাক পেয়েছেন বিশ্বের ৫০ জন বিজ্ঞানী। সেখানেই ডাক পেলেন অসমের কন্যা। দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজের প্রাক্তনী, বর্তমানে ফরাসি নাগরিক প্রিয়াঙ্কা।
Advertisement

বিবিধ

  • কলকাতা মেট্রো রেল প্রতি রবিবার সকাল ৯টা থেকে ট্রেন চালানোর প্রথা চালু করল। রবিবার ট্রেনের সংখ্যা ১১০ থেকে বাড়িয়ে ১২৪ করা হল।
  • দেশের ৯০০টি বিশ্ববিদালয়ের অধীন প্রায় ৪০ হাজার কলেজের প্রায় ৩ কোটি ছাত্রছাত্রীর সঙ্গে সরাসরি ফেসবুকের মাধ্যমে যোগাযোগ রাখার সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রক, যদিও এতে তাদের ফেসবুক ইত্যাদি ব্যক্তিগত বিষয়েও নজরদারির প্রয়াস বলে বিরোধীদের অভিমত।

খেলা

  • কোপা আমিরকায় তৃতীয় স্থান দখলের ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে হারাল চিলিকে। এই ম্যাচে চিলির গ্যারি মেডেল ও আর্জেন্টিনার লিওনেল মেসিকে লাল কার্ড দেখালেন রেফারি। সেমিফাইনাল ম্যাচের পর এই ম্যাচের রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলল আর্জেন্টিনা। ক্ষোভে তারা পদক নিতেও অস্বীকার করে।
  • ৪ দেশের আন্তর্মহাদেশীয় কাপের উদ্বোধনী ম্যাচেই হেরে গেল গতবারের চ্যাম্পিয়ন দল ভারত। বিরতি পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকলও তাজিকিস্তানের কাছে তারা ২-৪ গোলে পরাস্ত হল।
  • অনূর্ধ্ব-১৭ বছর জাতীয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন বাংলার নীলাশ সাহা।
  • মহিলাদের বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হল মার্কিন যুক্তরাষ্ট্র। প্যারিসে আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে তারা ২-০ গোলে হারাল নেদারল্যান্ডসকে।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.04.2024 - 02:41:36
Privacy-Data & cookie usage: