আন্তর্জাতিক
- পাকিস্তানের সাধারণ নির্বাচন সম্পন্ন হয় অন্তর্বর্তী সরকারের ব্যবস্থাপনায়। এই জন্য আগেই পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এদিন তিনি নতুন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন। তিনি হলেন পাকিস্তানের রাজনীতিতে তুলনামূলকভাবে অপরিচিত মুখ আনোয়ার উল হক কাকর। দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের সেনেটর তিনি। শাহবাজ শরিফ ছাড়াও আনোয়ারের নামে সহমত হয়েছেন পাকিস্তানের আইনসভার বিরোধী দলনেতা রাজা রিয়াজ।
- মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই প্রদেশের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে অন্তত ৬৭ জনের প্রাণহানি হয়েছে। এই দাবানলকে আগেই ‘জাতীয় বিপর্যয়’ আখ্যা দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। গোটা শহরটা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একসময় ভারত থেকে চারা গাছ নিয়ে বসানো হয়েছিল দ্বীপে। সময়ের সঙ্গে সঙ্গে সেগুলি মহীরূহে পরিণত হয়েছিল। পুড়ে ছাই হয়েছে সেসবও।
- বাংলাদেশের মৌলভীবাজারে জঙ্গিদের একটি ঘাঁটি ধ্বংস করল বাংলাদেশ সেনাবাহিনী। আটক করা হয়েছে ১০ জনকে। তিন কেজি বিস্ফোরক ও ৫০টি ডিটোনেটর পাওয়া গেছে জঙ্গিদের থেকে। এই জঙ্গিগোষ্ঠীর নাম ইমাম মাহমুদের কাফেলা। একটি টিলার উপরে তারা আস্তানা গেড়েছিল।
জাতীয়
- দেশের নির্বাচন কমিশনার বাছাইয়ের কমিটি নিয়ে নতুন একটি বিল রাজ্যসভায় পেশ করার জন্য তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে যে কমিটি দেশের নির্বাচন কমিশনার কে মনোনীত করেন সেখানে দেশের প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও বিরোধী দলনেতা থাকেন। বর্তমান বিলটিতে যে প্রস্তাব রয়েছে তাতে প্রধান বিচারপতির বদলে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে।
- উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার ক্ষমতায় আসার পর পুলিশি সংঘর্ষগুলির বিষয়ে রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট। ২০১৭ সাল থেকে এ যাবত ১৮৩ টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তার সবগুলোর রিপোর্ট চেয়ে পাঠিয়েছে সর্বোচ্চ আদালত।
খেলা
- এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ভারত। এদিন চেন্নাইয়ে ফাইনাল ম্যাচে তারা ৪-৩ গোলে হারিয়ে দিল মালয়েশিয়াকে। ফাইনালে দু’গোলে পিছিয়ে পড়েও ম্যাচে প্রত্যাবর্তন হয় ভারতের। এই নিয়ে ভারত চারবার এই খেতাব জিতল। এই প্রতিযোগিতায় প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ঝাঁপিয়েছিল মালয়েশিয়া। ভারত অপরাজিত থেকে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো।
- মায়ামিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে নয় উইকেটে জয়ী হলো ভারত। এই সিরিজে প্রথম দুটি ম্যাচে হেরে যাওয়ার পর এদিন ভারতের জয়ে সিরিজ হল আপাতত ২-২। প্রসঙ্গত এই সফরের শেষ দুটি ম্যাচ খেলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগে সেমিফাইনালে ওঠা নিশ্চিত হলো ইন্টার মায়ামি ক্লাবের। লিওনেল মেসি এই ক্লাবে সই করার পরই আলোচনার কেন্দ্রে চলে এসেছে ইন্টার মায়ামি। পরপর পাঁচ ম্যাচে দলের হয়ে আটটি গোল করে ফেলেছেন মেসি।
- ডুরান্ড কাপ ডার্বিতে জয়ী হল লাল হলুদ। কলকাতা ময়দানের দুই প্রবল প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগানের এই ম্যাচ ঘিরে বরাবরের মতো এবারও উত্তেজনা ছিল প্রবল। পরপর আটটি ডার্বিতে জয়ী হয়েছিল মোহনবাগান। এদিন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্ট বেঙ্গল ১-০ গোলে পরাস্ত করল তাদের চির প্রতিদ্বন্দ্বীকে। গোলটি করলেন নন্দকুমার সেকার।
বিবিধ
- এন সি ই আর টি এর পাঠক্রম বিষয়ক নতুন কমিটি গঠন করা হলো । ১৯ সদস্যের এই কমিটিতে রয়েছেন ইনফোসিস এর চেয়ারপারসন সুধা মূর্তি, গায়ক শঙ্কর মহাদেবন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কমিটির সদস্য বিবেক দেবরায় এবং সঞ্জীব সান্যাল, সংস্কৃত পণ্ডিত চামু কৃষ্ণ শাস্ত্রী প্রমুখ।