কারেন্ট অ্যাফেয়ার্স ১২ সেপ্টেম্বর ২০২৩

379
0
12th September Current Affairs

আন্তর্জাতিক
  • মরক্কোয় প্রবল ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯০১ জন। বিপর্যয়ের চার দিন পরেও বহু জায়গায় পৌঁছতে পারেননি ত্রাণ ও উদ্ধারকারীরা। পূর্ব আফ্রিকার এই দেশটিতে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
  • ঘূর্ণিঝড় ‘ড্যানিয়েল’ এর প্রভাবে লিবিয়ায় মৃতের সংখ্যা ২০০০ পেরিয়ে গিয়েছে। ক্ষয়ক্ষতের প্রাথমিক হিসেব এখনো করে উঠতে পারেনি প্রশাসন। পূর্ব লিবিয়া এক দশক আগেই আলাদা হয়ে গিয়েছে লিবিয়া থেকে। পশ্চিম লিবিয়ার রাজধানী ত্রিপোলি। পশ্চিম লিবিয়াও তাদের সহায়তা পাঠিয়েছে। এই ঘূর্ণিঝড়ের জেরে গ্রিস, বুলগেরিয়া, তুরস্ক- এর ক্ষয়ক্ষতি হলেও পূর্ব আফ্রিকার লিবিয়ায় ক্ষয়ক্ষতি হয়েছে সব থেকে বেশি। ভূমধ্যসাগরের তীরবর্তী দেরনা শহরটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়ের দাপটে দুটি বাঁধ ভেঙে জলপ্লাবিত হয়েছে দেরনার এক চতুর্থাংশ এলাকা।
  • বাংলাদেশের সাধারণ নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশ সফর করলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাকর। নয়া দিল্লিতে জি ২০ বৈঠক সমাপ্ত করেই তিনি ঢাকা চলে যান। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে বৈঠক হয়েছে । বাংলাদেশের পরিকাঠামো উন্নয়নে ১৮ কোটি ৪০ লক্ষ ইউরো ঋণ দেওয়ার ঘোষণা করেছে ফ্রান্স।
  • রাশিয়া সফরে গেলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উন। তিনি স্থলপথে ট্রেনে চড়ে এই সফরে বেরিয়েছেন। সেই বিশেষ ট্রেন এদিন সেন্ট-পিটারসবার্গে পৌঁছল।
জাতীয়
  • সাফল্যের সঙ্গে জি ২০ শীর্ষ সম্মেলন আয়োজন করার জন্য ভারতকে অভিনন্দন জানালো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইতালি।
  • ভারতীয় দণ্ডবিধির ১২৪ ক ধারায় দেশদ্রোহ অপরাধ বিষয়ে শাস্তি বিধান দেওয়া আছে। কিন্তু ইংরেজ আমলের আইন স্বাধীন ভারতের ক্ষেত্রে কিভাবে কার্যকর হয় তা নিয়ে আইনটিকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। এই মামলা পাঁচজন বিচারপতির বৃহত্তর বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট।
  • নিপা ভাইরাস সংক্রমণে দুজনের প্রাণহানি হল কেরলে। ২০১৮ ও ২১ সালের পর পুনরায় এ বছর নিপা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ল সেখানে।
খেলা
  • এশিয়া কাপে সুপারফোরের ম্যাচে ভারত ৪১ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিল। এই জয়ের ফলে ভারত এশিয়া কাপের ফাইনালে চলে গেল। লক্ষণীয় যে, এই ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হলেন পরাজিত দলের কুড়ি বছর বয়সী ক্রিকেটার দুনিথ ওয়েলালাগে। তিনি ৪২ রান করার পাশাপাশি ৫ উইকেটও নিয়েছেন। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এদিন ৫৩ রান করলেন। একইসঙ্গে একদিনের ক্রিকেটে ১০০০০ রান হয়ে গেল তার। ষষ্ঠ ভারতীয় হিসাবে এই কৃতিত্ব স্থাপন করলেন তিনি।
  • আগস্ট মাসে আইসিসির শ্রেষ্ঠ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের বাবর আজম। এই নিয়ে তিনি তৃতীয়বার এই সম্মান পেলেন।
  • ডোপ করার দায়ে চার বছরের জন্য নির্বাসিত করা হলো দুবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন রোমানিয়ার সিমনা হালেপকে। একই কারণে ফ্রান্সের ফুটবলার পল পপোগবকে সাময়িকভাবে নির্বাসিত করলো ইতালির ডোপ বিরোধী সংস্থা নাডো ইতালিয়া।
বিবিধ
  • প্রাণের উপস্থিতির সম্ভবনা রয়েছে এমন একটি গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে ১২০ আলোকবর্ষ দূরে সেই গ্রহটির নাম রাখা হয়েছে কে ২-১৮। লিও নক্ষত্রপুঞ্জে অবস্থিত এই গ্রহটি আয়তনে পৃথিবী থেকে 8.৬ গুন বড়। নাসার জেমস ওয়েভ স্পেস টেলিস্কোপ এর মাধ্যমে জানা গেছে যে, এই গ্রহে মিথেন ও কার্বন ডাই-অক্সাইড প্রভৃতি কার্বন কণার উপস্থিতি রয়েছে, শুধু তাই নয় সেখানে ডিমিথাইল সালফাইড নামে একটি কণার উপস্থিতি পাওয়া গেছে যা পৃথিবীতে কেবল প্রাণী বা উদ্ভিদ থেকেই জন্ম নেয়। সেখান থেকেই এই আশা জোরদার হয়েছে যে, যে ওই গ্রহে প্রাণের উপস্থিতি থাকলেও থাকতে পারে।
  • বিগত চারটি অর্থবর্ষে দেশের সংগঠিত ক্ষেত্রে ৫.২ কোটি কাজ তৈরি হয়েছে বলে স্টেট ব্যাঙ্কের গবেষণা শাখার একটি রিপোর্টে দাবি করা হয়েছে দেশে কর্মসংস্থান বৃদ্ধি হয়েছে ২.৭ কোটি বলেও তারা দাবি করেছে।