কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ সেপ্টেম্বর ২০২৩

322
0
Current Affairs 23rd January

আন্তর্জাতিক
  • উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় বন্যা ও বন্যাজনিত কারণে মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে। লিবিয়ার অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, কেবল দেরনা শহরেই মৃতের সংখ্যা ৫৩০০ ছাড়িয়ে গেছে। এখনো খোঁজ নেই ১০০০০ মানুষের। ঘূর্ণিঝড় ড্যানিয়েল আছড়ে পড়ে এই ভয়াবহ অবস্থা হয়েছে পূর্ব লিবিয়ার বিভিন্ন অঞ্চলে। ভূমধ্যসাগরের দিকে দুটি প্রধান বাঁধ একসঙ্গে ভেঙে পড়ায় দেরনা শহরবাসীর অবস্থা আরো কাহিল হয়ে পড়েছে।উত্তর আফ্রিকার অন্য একটি দেশ মরক্কোর অবস্থাও ভয়াবহ। সেখানে প্রবল ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ৩০০০ অতিক্রম করে গেছে।
  • আফগানিস্তানে তালিবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এখনো পর্যন্ত কোন দেশই তাদের স্বীকৃতি জানায়নি। প্রথাগত রাষ্ট্রদূত পাঠায়নি কোন দেশ। এর মধ্যে প্রথম দেশ হিসাবে কাবুলে একজন রাষ্ট্রদূতকে পাঠালো চিন। নাম ঝাও জিং। তালিবান শাসকরা একটি অনুষ্ঠানের মাধ্যমে চিনের এই দূতকে গ্রহণ করল।
জাতীয়
  • আগামী ১৭ সেপ্টেম্বর সংসদের নতুন ভবনের গজদ্বারে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। ১৮ থেকে ২২ সেপ্টেম্বর চলবে সংসদের বিশেষ অধিবেশন। এর মধ্যে ১৮ তারিখ সংসদের পুরনো ভবনেই অধিবেশন বসবে, ১৯ সেপ্টেম্বর থেকে নতুন ভবনে অধিবেশন বসবে। সংসদের ৭৫ বছরের অতীত, সাফল্য ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা হবে এই বিশেষ অধিবেশনে। এদিন কেন্দ্রীয় সরকার এই কর্মসূচী জানিয়েছে।
  • অনেক সময় আদালতে বিচারাধীন কোন মামলা নিয়ে সমানে প্রতিবেদন প্রকাশিত হতে থাকে সংবাদপত্রে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়। সবথেকে বড় কথা প্রায়শই এই প্রতিবেদনগুলি হয় পক্ষপাতদুষ্ট এবং এ নিয়ে জনমত তৈরি হয়। ফলে আদালতে মামলা চললেও অভিযুক্তকে পরোক্ষে দোষী সাব্যস্ত করে ফেলা হয়। একেই বলা হয় মিডিয়া ট্রায়াল। এই মিডিয়া ট্রায়াল বন্ধ করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে তিন মাসের মধ্যে নির্দেশিকা তৈরির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
খেলা
  • বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে হারিয়ে দিল বলিভিয়াকে। ব্রাজিল ১-০ গোলে হারালো পেরুকে। আন্তর্জাতিক ম্যাচে মোট ১৮টি গোলে অ্যাসিস্ট করে একটি নতুন রেকর্ড করলেন নেইমার। ইউরোর বাছাই পর্বে স্পেন ৬-০ গোলে হারালো সাইপ্রাসকে। এর আগের ম্যাচেই তারা জর্জিয়াকে ৭-০ গোলে হারিয়েছিল। ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে দিল জার্মানি।
  • একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর করার ক্ষেত্রে ইংল্যান্ডের হয়ে নতুন রেকর্ড করলেন বেন স্টোকস। অবসর ভেঙে এই সিরিজেই প্রথম মাঠে নামলেন তিনি। এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮২ রান করেন তিনি। ওভালে এই ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। এর আগে ইংল্যান্ডের হয়ে জেসন রয়ের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮০ রান ছিল কোন ইংরেজের করা সর্বোচ্চ রান।
বিবিধ
  • ব্যাংকে কোন নথি জমা রেখে ঋণ নিলে ওই ঋণ পরিশোধের এক মাসের মধ্যে সেই সব আসল নথি ফেরত দিতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট ব্যাংককে প্রতিদিনের জন্য পাঁচ হাজার টাকা করে জরিমানা দিতে হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির জন্য এই নির্দেশিকা চালু করল ভারতের রিজার্ভ ব্যাংক।
  • টানো ন’দিন বৃদ্ধি পেল ভারতীয় শেয়ারবাজারের শেয়ার সূচক। এদিন বাজার বন্ধের সময় শেয়ার সূচক নিফটি ছিল ২০ হাজার অংকের উপরে। এই প্রথমবার বাজার বন্ধের সময় নিফটি থাকলো কুড়ি হাজার অংকের উপরে।