কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ আগস্ট ২০২৩

334
0
14th August Current Affairs

আন্তর্জাতিক
  • একতরফাভাবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে রাশিয়া। প্রায় ১৭ মাস ধরে সেই যুদ্ধ চলছে। ইতিমধ্যে তাদের ওপর জারি হয়েছে একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা। রপ্তানি মার খেয়েছে। আর এসবের জেরে রুশ মুদ্রা রুবলের দাম ১৭ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। আন্তর্জাতিক বাজারে প্রতি ডলারের তুলনায় রুবলের মূল্য কমে হয়েছে ১০১। শেষ ১২ মাসে রুবেলের দাম ২৫ শতাংশ হ্রাস পেয়েছে।
  • পাকিস্তানের অষ্টম অন্তবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আনোয়ার উল হক কাকর। শপথ বাক্য পাঠ করালেন পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি ৫২ বছর বয়সী কাকর ছিলেন প্রথমবারের সেনেটার। অন্তবর্তী প্রধানমন্ত্রী পদে নিরপেক্ষতা রাখার জন্য তিনি বালুচিস্তান আওয়ামি পার্টি থেকে ইস্তফা দিয়েছেন। তদারকি প্রধানমন্ত্রী হিসেবে তিন মাসের মধ্যে নিরপেক্ষ ভাবে সাধারণ নির্বাচন সম্পন্ন করাই প্রথম কাজ হবে কাকরের।
জাতীয়
  • মেঘ ভাঙ্গা বৃষ্টি, ধস, বন্যায় কাবু হয়ে পরলো হিমাচল প্রদেশ। গত ৪৮ ঘণ্টায় সেখানে প্রাণ গেল অন্তত ৫০ জনের।
  • কন্যাশ্রী দিবস পালিত হল পশ্চিমবঙ্গে। ২০১৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিবসের সূচনা করেছিলেন। এ বছর তার দশম বর্ষপূর্তি হচ্ছে। মেয়েদের স্কুল ছুট ঠেকাতে এবং মেয়েদের আরো বেশি স্কুল মুখী করে তুলতে এই প্রকল্প নেওয়া হয়েছিল।
  • কেন্দ্রীয় সরকার নাগা জঙ্গিদের দাবি মেনে গ্রেটার নাগাল্যান্ড নির্মাণে সম্মত হয়েছে বলে দাবি করলেন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এন এস সি এন (আই এম)- এর শীর্ষ নেতা থুইং লেঙ্গ মুইভা। গত ৯ আগস্ট মণিপুরের বিভিন্ন অঞ্চলে নাগা চুক্তি বাস্তবায়িত করার দাবিতে মিছিলও হয়েছিল।
  • এবার সূর্য অভিযান করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ইসরো আদিত্য এল ১ নামে একটি উপগ্রহ পাঠাবে সূর্যের উদ্দেশ্যে । মূল লক্ষ্য সৌর বায়ুর গতিপথ, সৌর ঝড়ের গতিপথ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ।
খেলা
  • এবার আরবে খেলতে চললেন নেইমার দি সিলভা স্যান্টোস জুনিয়ার নেইমার। প্যারিস সা জা দল থেকে যোগ দিচ্ছেন সৌদি আরবের আল হিলাল দলে। তিনি বছরে ১৬০ মিলিয়ন ইউরো, ভারতীয় মুদ্রায় ১৪৫০ কোটি টাকা পাবেন। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিসে যোগ দিয়েছিলেন নেইমার। এর আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আরবে খেলতে গেছেন।
বিবিধ
  • ডলারের সাপেক্ষে টাকার দাম এক ধাক্কায় ২৬ পয়সা কমে হল ৮৩.০৮ টাকা প্রতি ডলার। এই প্রথম ভারতীয় মুদ্রা দাম এত নিচে নামলো।
  • দ্বারকা এক্সপ্রেস ওয়ে তৈরিতে গুরুতর অর্থনৈতিক অনিয়মের অভিযোগ তুলল ক্যাগ (কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল)। প্রথমে এটি তৈরির কথা ছিল হরিয়ানা সরকারের। পরে গুরুগ্রাম দিল্লি যানজট সমস্যা সমাধানে ভভারমালা পরিযোজনা প্রকল্পের অধীনে এই ১৪ লেনের এক্সপ্রেসওয়ে তৈরীর কাজ নেয় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক বিষয়ক কমিটি প্রতি কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করেছিল ১৮ কোটি ২০ লক্ষ টাকা কিন্তু বাস্তবে তা বেড়ে হয়েছে প্রতি কিলোমিটারে ২৫০ কোটি ৭৭ লক্ষ টাকা।
  • জুলাই মাসে দেশে খুচর মূল্যবৃদ্ধির হার ছিল ৭.৪৪ শতাংশ। এই হার গত ১৫ মাসের মধ্যে সবথেকে বেশি। আনাজের মূল্য বৃদ্ধির আর হয়েছে ৩৭.৪৩ শতাংশ। যদিও পাইকারি মূল্য বৃদ্ধির হার শূন্যের নিচে।