কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ সেপ্টেম্বর ২০২৩

341
0
14th September Current Affairs

আন্তর্জাতিক
  • ঘূর্ণিঝড় ড্যানিয়েল আছড়ে পড়েছিল উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায়। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভূমধ্যসাগর তীরবর্তী শহর দেরনা। সেখানে অন্তত ১৮ থেকে ২০ হাজার মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে মন্তব্য করলেন দেরনার মেয়র আব্দুল মেনম আল ঘাইতি। ইতিমধ্যেই উদ্ধার হয়েছে ৬০০০ মৃতদেহ। দেরনা শহর এখনো জলমগ্ন হয়ে রয়েছে।
  • মার্কিন রাষ্ট্রপতি জো বাইডনের ছেলে হান্টারকে একটি ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রমাণ করলো আদালত। এর আগে কর ফাঁকির একটি মামলায় অভিযুক্ত হিসাবে প্রমাণিত হয়েছিলেন তিনি। কিন্তু তখন জো বাইডেন রাষ্ট্রপতি পদে ছিলেন না। এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের কোন বর্তমান রাষ্ট্রপতির সন্তানের বিরুদ্ধে ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ার পর তা প্রমাণিত হলো। মার্কিন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কোন ব্যক্তি মাদক ব্যবহার করলে তিনি বৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখতে পারেন না। এক্ষেত্রে হান্টার মাদক ব্যবহার করার সময় আইন ভেঙে সঙ্গে আগ্নেয়াস্ত্র রেখেছেন বলে অভিযোগ প্রমাণিত হয়েছে।
  • ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ থারম্যান সম্মুগরত্নং সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন। তিনি হলেন সিঙ্গাপুরের নবম রাষ্ট্রপতি। এর আগে সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রীর পদেও বসেছিলেন তিনি।
জাতীয়
  • মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয় স্নাতক স্তরে পড়তে গিয়েছিলেন ভারতীয় ছাত্রী জাহ্নবী  কন্দুলা। ২০২৩ সালের ২৩ শে জানুয়ারি সিয়াটল শহরে রাস্তা পার হওয়ার সময় এক পুলিশ অফিসারের তীব্র গতিতে ছুটে আসা গাড়ির ধাক্কায় প্রাণ  হারান তিনি। এরপর তদন্তকারী পুলিশ অফিসার, ড্যানিয়েল অডারার  ঘটনাস্থলে যান। সম্প্রতি সেই ঘটনার কথোপকথন প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে ছাত্রীর মৃত্যু ও মৃতদেহ নিয়ে হাসি ঠাট্টা করেছিলেন তিনি।
  • ভারতীয় বায়ুসেনার হাতে এলো সি ২৯৫ ট্রানস্পর্ট বিমান। স্পেন এই বিমান তৈরি করে। তারা প্রথম দফায় ১৬ টি বিমান তুলে দিল ভারতীয় বায়ুসেনার হাতে। এরপরে ভারতের মাটিতেই তৈরি হবে এই ধরনের বিমান।
খেলা
  • কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠল শ্রীলংকা। এশিয়া কাপের সুপার ফোর পর্বের এই ম্যাচে যে দল জিতবে তারাই ফাইনালে যাবে এমন অবস্থায় খেলা হয়েছিল। আগেই ফাইনালে উঠেছে ভারত।
  • এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দল নির্বাচন ঘিরে বিতর্ক ঘনিয়ে উঠলো। এই দলে সুনীল ছেত্রী ছাড়া অন্য কোন সুপ্রতিষ্ঠিত খেলোয়াড় যেতে রাজি হননি। তারা ক্লাবকেই বেশি গুরুত্ব দিয়েছেন।
  • ২৪ তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতে দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। বিমানবন্দরে হাজার হাজার জনতা তাকে স্বাগত জানালেন। বেলগ্রেড সিটসার্বিয়া প্লাবন ঘটে তার সংবর্ধনা অনুষ্ঠানে।
বিবিধ
  • ‘আজাদি : ফ্রিডম, ফ্যাসিজম, ফিকশন’ নামক প্রবন্ধ বইটির জন্য একটি আন্তর্জাতিক পুরস্কার পেলেন ভারতীয় সাহিত্যিক অরুন্ধতী রায়। প্রবন্ধ গ্রন্থটির ফরাসি অনুবাদ পেল ৪৫ তম ‘প্রি অয়রোপিন রোপিন দ্য লেসাই’ পুরস্কার। সুইজারল্যান্ডের লোজানে অরুন্ধতীকে পুরস্কৃত করা হলো।
  • মার্কিন নাগরিকদের মধ্যে সবথেকে বেশি দিন মহাকাশে থাকার রেকর্ড করলেন ফ্রাঙ্ক রুবিও। তিনি মোট ৩৫৬ দিন মহাকাশে কাটালেন। তিনি যখন মহাকাশ বাস শেষ করে পৃথিবীতে ফিরবেন তখন মহাকাশে ৩৭১ দিন অতিক্রান্ত হবে। ফ্রাঙ্ক পেশায় চিকিৎসক। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বায়ুসেনার হক হেলিকপ্টার চালক হিসেবে অংশ নিয়েছিলেন ইরাক আফগানিস্তান ও বসনিয়ার যুদ্ধে। ২০১৭ সালে তিনি নাসার অ্যাস্ট্রোনট ক্যানডিডেট ক্লাসে যোগ দেন।