কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ আগস্ট ২০২৩

340
0
15th August Current Affairs

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির আরো একটি মামলা হল। এই মামলাটি করা হয়েছে জর্জিয়ার ফুল্টন কাউন্টি গ্র্যান্ড জুরির কাছে। এই নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হলো। আড়াই বছর আগে রাষ্ট্রপতি নির্বাচনের সময় তিনি দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন বলে অভিযোগ। যদিও শেষ পর্যন্ত ১২ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন ট্রাম্পের প্রতিপক্ষ জো বাইডেন। জর্জিয়ার এই মামলায় ট্রাম্পের সঙ্গেই অভিযুক্ত হয়েছেন সেই সময়ে হোয়াইট হাউজের চিফ অব স্টাফ মার্ক মেডোস এবং ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানিসহ ১৬ জন।
জাতীয়
  •  দেশ জুড়ে যথাচিত মর্যাদায় পালিত হল ৭৭ তম স্বাধীনতা দিবস। এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের কারিগরি সমাজের উন্নয়নকল্পে আগামী ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজার দিন থেকে ‘বিশ্বকর্মা কৌশল যোজনা’ শুরুর কথা জানিয়েছেন তিনি। ১৩ থেকে ১৫ হাজার কোটি টাকার এই প্রকল্পের উল্লেখ ছিল কেন্দ্রীয় বাজেটেও। সুপ্রিম কোর্টে স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মন্তব্য করেন, নির্বিচারে সম্পত্তি ধ্বংস এবং গ্রেফতারি ন্যায়বিচারের পক্ষে একটি বাধা। প্রসঙ্গত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাধীনতা দিবসের আগের সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে দেশে নারী শক্তির জাগরণের ওপর জোর দিয়েছিলেন। নারী শক্তির কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন মাতঙ্গিনী হাজরা, কস্তুরবা গান্ধিদের প্রসঙ্গ।
  • হিমাচল প্রদেশে বন্যা ও ভূমিধসে ত্রাণ ও উদ্ধারকার্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নামানো হলো। ধস, মেঘ ভাঙ্গা বৃষ্টি গত দুদিনে মোট ৫৮ জনের প্রাণ কেড়েছে হিমাচল প্রদেশে। উত্তরাখণ্ডেও মৃত্যু হয়েছে তিনজনের। চলতি বর্ষার মরসুমে হিমাচলে ১৭০টি মেঘভাঙা বৃষ্টি এবং ধসের ঘটনা হয়েছে। ৯,৬০০টি বাড়ি আংশিক বা পুরোপুরি ভাবে ভেঙে পড়েছে। গত মাসে বৃষ্টি এবং তার জের ধসের কারণে মারা গিয়েছেন ১৩০ জন।
  • ২৩ বছর পর কোন হিন্দি ছবি দেখানো হলো মণিপুরে।  কয়েকটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের হুমকিতে গত ২৩ বছর ধরে মণিপুরে হিন্দি ছবি প্রদর্শন পুরোপুরি বন্ধ। ২০০০ সালে হিন্দি ছবি প্রদর্শন বন্ধের হুমকি দিয়েছিল জঙ্গি সংগঠন পি এল এ । তারপর থেকে সেখানে আর কোন হিন্দি ছবি দেখানো হয়নি।  এদিন কুকি জো মার সম্প্রদায়ের কিছু মানুষ ওই নিষেধাজ্ঞা ভেঙে মণিপুরের চূড়াচাঁদপুরের একটি মাঠে ছবি দেখানোর ব্যবস্থা করেন। এদিন প্রদর্শিত হল ‘উরি দা সার্জিক্যাল স্ট্রাইক’ নামক হিন্দি ছবিটি।
খেলা
  • মহিলাদের ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠল স্পেন। এই প্রথম মহিলাদের ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠল স্পেন। এদিন প্রথম সেমিফাইনালে তারা সুইডেনকে ২-১ গোলে হারাল। মহিলাদের বিশ্বকাপ ফুটবলে স্পেন এবং সুইডেন তিন বার মুখোমুখি হলেও  দু’টি ম্যাচ জিতেছিল সুইডেন। একটি ম্যাচ ড্র হয়েছিল। বিশ্বকাপে সুইডেনকে এবারই প্রথম হারাল স্পেন।
  • আজারবাইজানের বাকুতে আয়োজিত বিশ্বকাপ দাবায় তাক লাগিয়ে দিলেন ভারতীয় দাবাড়ুরা। এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ৮ জন প্রতিযোগীর মধ্যে চারজনই ভারতীয়। এই অসামান্য নজির গড়লেন বিদিত, গুকেশ প্রজ্ঞানন্দ, অর্জুনেরা। এই প্রথম ভারতীয় দাবাড়ুরা এই নজির গড়লেন।
  • প্রয়াত হলেন মহম্মদ হাবিব। ৭৪ বছর বয়স হয়েছিল তাঁর তিনি কলকাতা ময়দানে ছিলেন তারকা ফুটবলার। তিন প্রধানের হয়ে খেলেছিলেন, তবে বেশিরভাগ সময় খেলেছিলেন ইস্টবেঙ্গলের হয়ে। নবাবের শহর হায়দরাবাদে জন্ম বলে কলকাতা ময়দানে তিনি পরিচিত ছিলেন ‘বড়ে মিঞা’ নামে। তাঁর ভাই আকবর পরিচিত  ‘ছোটে মিঞা’ নামে। ১৯৭০ সালে ব্যাংককে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ী ভারতীয় দলের অন্যতম ভরসা ছিলেন মহম্মদ হাবিব । জাতীয় দলের হয়ে ১১ টি গোল আছে তাঁর। হাবিব  মোট পাঁচবার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। তার মধ্যে একবার নিজের রাজ্য অন্ধপ্রদেশের হয়ে, বাকি চারবার বাংলার হয়ে। ফুটবল জীবনের ১৮ বছরের পুরোটাই তিনি কাটিয়েছেন কলকাতায়। এই সময়ে কলকাতার তিন প্রধানের হয়ে ৭ বার রোভার্স কাপ, ৫ বার ডুরান্ড কাপ, চার বার আইএফএ শিল্ড এবং দুবার ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন দলে  ছিলেন তিনি।
বিবিধ
  • গত জুলাই মাস গত ১৭৪ বছরের মধ্যে ছিল উষ্ণতম। এই মাসের যে স্বাভাবিক গড় উষ্ণতা এবার তা এক ধাক্কায় এক ১.১২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। এই তথ্য জানিয়ে জানিয়েছে মার্কিন গবেষণা সংস্থা নাসা। এর আগে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ বিষয়ক সংস্থাও একই কথা জানিয়েছিল। নাসার প্রশাসক বিল নেলসন জানিয়েছেন, ১৮৮০ সাল থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে বলা যায় যে, গত পাঁচটি জুলাই মাসই ছিল উষ্ণতম।