কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ সেপ্টেম্বর ২০২৩

347
0
15th September Current Affairs

আন্তর্জাতিক
  • নোবেল পুরস্কারের অর্থ মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিল দ্য নোবেল ফাউন্ডেশন। প্রতিটি বিভাগে ১০ লক্ষ ক্রোনা করে বাড়ানো হবে। ফলে বর্তমানে নোবেল পুরস্কারের অর্থ মূল্য বেড়ে হচ্ছে ১ কোটি ১০ লক্ষ ক্রোনা, প্রসঙ্গত ১৯০১ সালে প্রথমবার নোবেল পুরস্কার দেওয়া হয়। সুইডিস মূল্য ক্রোনায় তখন অর্থ মূল্য ছিল ১ লক্ষ ৫০ হাজার ৭৮২ ক্রোনা।
  • প্রয়াত ভারতীয় ছাত্রী জাহ্নবী কান্দুলাকে মরণোত্তর এমএসসি ডিগ্রি দেওয়ার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয়। সেখানকার সাউথলেক ইউনিয়ন ক্যাম্পাসে ইনফরমেশন সিস্টেম নিয়ে স্নাতকোত্তর পাঠ নিচ্ছিলেন জাহ্নবী। গত জানুয়ারি মাসে পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তাঁর। মৃতদেহ দেখে পুলিশ অফিসারের ব্যঙ্গোক্তি সম্প্রতি প্রকাশ্যে এনেছে সিয়াটল পুলিশ।
জাতীয়
  • বাংলায় শিল্প আনার লক্ষ্যে স্পেন ও দুবাই সফরে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি স্পেনের রাজধানী মাদ্রিদে শিল্প সম্মেলন করলেন। পশ্চিমবঙ্গে বিনিয়োগের জন্য স্পেনের শিল্পপতিদের কাছে আবেদন জানান তিনি। এই মঞ্চে উপস্থিত থেকে প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন মেদিনীপুরে ইস্পাত কারখানা করবে তাঁর অংশীদারিতে চলা সংস্থা। স্পেনের বণিক সভার সঙ্গে এদিন পর্যটন, বাণিজ্য,  সংস্কৃতি, ক্রীড়া বিষয়ে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে পশ্চিমবঙ্গের।
  • পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য পদে নিয়োগ করা নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের বিবাদ পৌঁছেছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই মামলার সূত্রে সুপ্রিম কোর্ট জানিয়েছে, সর্বোচ্চ আদালত একটি সার্চ কমিটি তৈরি করবে। এই কমিটি সুপারিশ করে দেবে যে, কারা স্থায়ী উপাচার্য হবেন। তার আগে পর্যন্ত অস্থায়ী উপাচার্যরাই বিশ্ববিদ্যালয়ের কাজ চালাবেন।
  • কেরলে মোট ৬ জন নিপা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। সব ঘটনাই কোঝিকোড় জেলার। ইতিমধ্যেই দুজনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের চিকিৎসায় অস্ট্রেলিয়া থেকে ওষুধ চেয়ে পাঠালো ভারত।
খেলা
  • এশিয়া কাপের সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশের কাছে ছড়ানে হেরে গেল ভারত। এই ম্যাচে শতরান করেন শুভমন গিল। এশিয়া কাপে ১১ বছর পর ভারত বাংলাদেশের কাছে হারলো।
  • একদিনের ক্রিকেটে সব থেকে কম বলে জুটিতে ২০০ রান করার রেকর্ড করলেন দক্ষিণ আফ্রিকার হেনেরিক ক্লাসেন ও ডেভিড মিলার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই দুজনে মিলে ৯৪ বলে ২২২ রানের জুটি গড়েন।
বিবিধ
  • নাম জিউস। উচ্চতা ৩ ফুট ৫ ইঞ্চি। বিশ্বের সবথেকে লম্বা সারমেয় হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছিল তার। এই সারমেয়টির গত ১২ সেপ্টেম্বর মৃত্যু হয়েছে। বছর তিনেক বয়স হয়েছিল তার। সে ক্যান্সারে ভুগছিল।
  • মুম্বইয়ের শহর জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল লাল রঙের দোতলা বাস। ১৯৩৭ সালে প্রথমবার এই ডিজেল চালিত বাসগুলি যাত্রা শুরু করে। এবার এই ডিজেল চালিত বাসের পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে। একসময় মুম্বাই শহরে ৯০০- এর বেশি লাল ডাবল ডেকার চলতো। তবে আস্তে আস্তে তার সংখ্যা কমতে শুরু করে। ২০০৮ সালের পর নতুন কোন ডিজেল চালিত ডাবল ডেকার কেনা হয়নি। শেষ বাসটি এদিন মুম্বইয়ের মারোল ডিপো থেকে রওনা দিল। এখন ইলেকট্রিক দোতলা বাস চলাচল শুরু হয়েছে মুম্বই শহরে।
  • ভারতে অডিট ব্যুরো অব সার্কুলেশন-এর নতুন চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন শ্রীনিবাসন কে স্বামী।