সাড়ে পাঁচ হাজার বছরের পুরনো দরজার সন্ধান মিলল ইজরায়েলে। পাথরের বড় মিনার এবং একটি বড় দরজার সন্ধান মিলেছে। বিশেষজ্ঞদের ধারণা, এগুলি ব্রোঞ্জ যুগের প্রথম সময়কার নির্মাণ। ইজরায়েলের কিরইয়াত গাট শহরের কাছে জলের পাইপ বসানোর জন্য মাটি খুঁড়তে গিয়ে এই পুরনো সভ্যতার খোঁজ মিলল। সেখানে রোদে শুকনো ইটের প্রাচীন রাস্তার খোঁজও মিলেছে।।
পাকিস্থানে পুনরায় আক্রান্ত হলেন সংখ্যালঘুরা, এবার পাঞ্জাব প্রদেশে পরপর পাঁচটি গির্জায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। চালানো হয়েছে ভাঙচুর। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়জলাবাদ জেলার জরনওয়ালার এই ঘটনায় বেশ কিছু সংখ্যালঘু আহত হয়েছেন বলে জানা গেছে। পাকিস্তান চার্চের মডারেটর বিশপ অভিযোগ করেছেন খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেলের অবমাননা করা হয়েছে। পাকিস্তানে দুমাস আগে এই পাঞ্জাব প্রদেশেই ধর্ম অবমাননা আইনে ২২ বছরের এক খ্রিস্টান যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সেই ঘটনার সঙ্গে এই গির্জা ভাঙচুরের ঘটনার যোগ আছে কিনা খুঁজে দেখছে পুলিশ। এলাকায় শান্তি রক্ষার জন্য দু কোম্পানি পাক রেঞ্জার বাহিনী মোতায়েন করা হয়েছে।
সুদানের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রসংঘ। তাদের রিপোর্টে বলা হয়েছে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সুদানের পরিস্থিতি। সেখানে রাষ্ট্রের ক্ষমতা দখল নিয়ে সেনাবাহিনী এবং আধা সেনার মধ্যে যুদ্ধে রাজধানী খার্তুম পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। চিকিৎসা ব্যবস্থা বলে কিছু নেই। কৃষকরা ফসল রোপনের কাজ সেভাবে করতেই পারেননি। ইতিমধ্যেই ১০ লক্ষাধিক শরণার্থী অন্য দেশে পাড়ি দিয়েছেন।
জাতীয়
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো- এর মহাকাশযান চন্দ্রযান ৩ পৌঁছে গেল চাঁদের সর্বশেষ কক্ষপথে। বর্তমানে চাঁদের সঙ্গে তার সর্বোচ্চ দূরত্ব থাকছে ১৬৩ কিলোমিটার। আগামী ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা এই যানের।
ভারত ও চিনের সেনাবাহিনীর কর্তাদের মধ্যে ১৯ তম বৈঠক কার্যত ব্যর্থ হল। সীমান্তে চুশুল মলদো এলাকায় এই বৈঠক হয়। ডেপসাং ও ডেমচক এলাকা থেকে চিনের সেনা সরানোর জন্য ভারত যে দাবি রেখেছিল তা মানা হয়নি। এই নিয়ে ডোকালাম পরবর্তী একটি বৈঠকও সফল হলো না।
দিল্লির তিন মূর্তি ভবনে নেহরু স্মৃতি সংগ্রহশালা ও গ্রন্থাগারের নাম এদিন থেকে আনুষ্ঠানিকভাবে বদলে হল প্রধানমন্ত্রী সংগ্রহশালা ও গ্রন্থাগার। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সরকারি বাসভবনে এই গ্রন্থাগার ও সংগ্রহশালা তৈরি হয়েছিল। সরকারি ঘোষণায় বলা হয়েছে যে, এখানে সকল প্রাক্তন প্রধানমন্ত্রীর সংগ্রহশালা তৈরি করা হবে।
খেলা
মেয়েদের বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠলো ইংল্যান্ড। এই প্রথম তারা এই প্রতিযোগিতার ফাইনালে উঠলো। এদিন তারা সেমিফাইনালে ৩-১ গোলে হারিয়ে দিল আয়োজক দেশ অস্ট্রেলিয়াকে। ফাইনালে তাদের প্রতিপক্ষ স্পেন।
এ এফ সি কাপের প্লে অফ এ পৌঁছল মোহনবাগান। এদিন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা ৩-১ গোলে হারিয়ে দিল নেপালের মাচিন্দ্রা এফ সি দলকে।
কলকাতা ময়দানে দিনটি পালিত হল ফুটবল লাভার্স ডে হিসেবে। ১৯৮০ সালের এই দিনে ইডেন গার্ডেন্সে ফুটবল খেলা ঘিরে হাঙ্গামায় প্রাণ গিয়েছিল ১৬ জনের।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে উঠল ইস্টবেঙ্গল। এদিন তারা পাঞ্জাব এফসি দলকে ১-০ গোলে হারিয়ে দিল।
বিবিধ
সুপ্রিমকোর্টের নতুন হ্যান্ডবুক প্রকাশ করলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। আইনি পরিভাষায় লিঙ্গবৈষম্য দূর করতে এই পদক্ষেপ নেওয়া হল। অনেক ক্ষেত্রে আইনি শব্দে আদালত কক্ষেই মহিলাদের প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শন করা হয় না, সেসব দূর করতেই এই হ্যান্ডবুক। এখানে বিভিন্ন ধরনের শব্দ যা আদালতে ব্যবহৃত হয় তার পরিবর্তন করা হয়েছে। যেমন ওবিডিয়েন্ট ওয়াইফ বলা যাবে না তার বদলে ওয়াইফ শব্দটি বলতে হবে। ইভটিজিং এর বদলে বলতে হবে স্ট্রিট সেক্সুয়াল হ্যারাসমেন্ট।