কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ সেপ্টেম্বর ২০২৩

325
0
16th September Current Affairs

আন্তর্জাতিক
  • বিশ্বে ৫০ টি দেশে ৪ কোটি ৭০ লক্ষ মানুষ দুর্ভিক্ষের ঠিক আগের অবস্থায় রয়েছেন। পাঁচের কম বয়স এমন ৪ কোটি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। ৭৮ কোটিরও বেশি মানুষ রাতে ক্ষুধার্ত অবস্থায় ঘুমোতে যান। বিশ্বের সাড়ে ৩৪ কোটি মানুষের খাদ্যের কোন নিরাপত্তা নেই। এই তথ্য পেশ করেছে রাষ্ট্রসঙ্ঘের খাদ্য বিষয়ক দপ্তর । বিশ্ব খাদ্য প্রকল্পের কার্যনির্বাহী প্রধান সিন্ডি ম্যাকেন জানিয়েছেন যে, ২০২১ সালের তুলনায় এই পরিস্থিতি আরো খারাপ হয়েছে। তাদের দেওয়া তথ্য, এমন অনেক সংস্থা আছে যাদের আয় জিকুড়ি গোষ্ঠীভুক্ত কিছু দেশের মোট আয়ের থেকেও বেশি।
  • চিনের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল লি শংফুকে নিয়ে আন্তর্জাতিক মহলে একের পর এক সংবাদ প্রকাশিত হয়ে চলেছে। মূল কথা হল গত ২৯ আগস্ট একটি সভার পর থেকে আর তাকে একবারও প্রকাশ্যে দেখা যায়নি। একসময় চিনের রাষ্ট্রপতি শি জিনপিং এর অত্যন্ত আস্থাভাজন হিসেবে তিনি পরিচিত ছিলেন। সেনার আধিকারিক থেকে প্রতিরক্ষা শীর্ষ কর্তা হিসেবে তার উত্থান হয়েছে উল্কার গতিতে। কিন্তু দীর্ঘদিন ধরে তার প্রকাশ্যে না আসা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে জল্পনাও। এ দিন চিনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের বৈঠকেও তিনি অনুপস্থিত ছিলেন।
জাতীয়
  • প্রস্তাবিত ভারত কানাডা দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তির প্রক্রিয়া থেকে আপাতত সরে এল ভারত। ২০২৩ সালের মধ্যে এই চুক্তির প্রাথমিক খসড়া সেরে ফেলার বিষয়ে দু-দেশই সম্মত হয়েছিল। কিন্তু খালিস্থানপন্থী সন্ত্রাসবাদীদের কার্যকলাপ কানাডায় বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং সেখানকার প্রশাসন এই বিষয়গুলি রুখতে আগ্রহ দেখায়নি। এই ঘটনা নিয়েই দু’দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে সাম্প্রতিককালে।জি ২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তখন সাংবাদিকদের কাছে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কানাডা মত প্রকাশের স্বাধীনতার পক্ষে। প্রসঙ্গত ভারতের পর বিশ্বে শিখ সম্প্রদায়ের সবথেকে বেশি বাসস্থান কানাডাতেই। সেখানে দীর্ঘদিন ধরেই খালিস্থানপন্থী জঙ্গি কার্যকলাপ মাথা চাড়া দিয়েছে।
খেলা
  • ডায়মন্ড লিগে রুপোর পদক জিতলেন ভারতের নীরজ চোপড়া। এর আগের ডায়মন্ড লিগে তিনি সোনা জিতেছিলেন। এদিন তিনি ৮৩.৮০ মিটার জ্যাভলিন ছোড়েন। এই মরসুমে এই প্রথমবার তিনি ৮৫ মিটারের কম দূরত্বে জ্যাভলিন ছোড়েন।
  • দিল্লি ক্রিকেট দলের কোচ হলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার দেবাঙ্গ গান্ধি।
বিবিধ
  • ভিসা ফি বাড়াতে চলেছে ব্রিটিশ সরকার। পর্যটক ভিসা ১০০ থেকে বের হচ্ছে ১১৫ পাউন্ড। ছাত্র ভিসা ৩৬৩ পাউন্ড থেকে বের হচ্ছে ৪৯০ পাউন্ড।
  • বাঙালি বিজ্ঞানী মনিরুল ইসলাম পেলেন ফেলো অফ রয়াল সোসাইটি অফ কেমিস্ট্রি সম্মান। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞান বিভাগের এই অধ্যাপক কার্বন ডাই অক্সাইড থেকে মিথানল উৎপাদনের পথ বের করেছেন তিনি।