কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ আগস্ট ২০২৩

363
0
17th August Current Affairs

আন্তর্জাতিক
  • কৃষ্ণ সাগরে ইউক্রেনের পণ্যবাহী জাহাজ চালানোয় সবুজ সংকেত দিলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভালোদিমির জেলেনস্কি। এই ঘটনার পরেই ওডেসা সমুদ্র বন্দর থেকে একটি জাহাজ যাত্রা শুরু করল। এর আগে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তি ছিল যে কেউ শস্যবাহী জাহাজে হামলা চালাবে না। কিন্তু সম্প্রতি সেই চুক্তি ভেঙ্গে বেরিয়ে এসেছে রাশিয়া। এমনকি ইউক্রেনের জাহাজ শস্যবাহী জাহাজ কৃষ্ণ সাগরে প্রবেশ করলে হামলা চালানো হতে পারে বলেও হুমকি দিয়েছে রাশিয়া ।
  • বাংলাদেশে দুটি সংবাদপত্রের সম্পাদককে ৭ বছরের কারাদণ্ড দিলো ঢাকার মুখ্য নগর দায়রা আদালত। এই দুজন হলেন শফিক রেহমান এবং মাহমুদুর রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র তথা প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার চক্রান্তে দোষী সাব্যস্ত হয়েছেন এই দুজন। এই দুজনেই বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি-এর সমর্থক বলে পরিচিত। যখন বাংলাদেশে খালেদা জিয়া সরকার ছিল তখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন মাহমুদুর। জয় মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। ২০১৫ সালে জয়ের সম্বন্ধে তথ্য সংগ্রহের জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর এক এজেন্টকে ঘুষের প্রস্তাব দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে কারাদণ্ড হয়েছিল বিএনপি নেতা মোহাম্মদ উল্লাহ মামুনের পুত্র রিজভী আহমদ সিজারের। সেখান থেকেই তথ্য পেয়ে বাংলাদেশ পুলিশ এই মামলা শুরু করে। ২০১৮ সালে পুলিশ চার্জশিট দিয়েছিল।
জাতীয়
  • কলকাতার খিদিরপুরে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এর তৈরি একটি যুদ্ধজাহাজ জলে ভাসলো। এদিন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আইএনএস বিন্ধ্যগিরি নামের এই যুদ্ধজাহাজটিকে জলে ভাসালেন। ভারতীয় নৌবাহিনীর তৃতীয় স্টেলথ ফ্রিগেট হিসেবে অন্তর্ভুক্ত হলো বিন্ধ্যগিরি।
  • বিলকিস বানো মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত ১১ জনকে ২০০২ সালের ১৫ আগস্ট মুক্তি দিয়েছিল গুজরাট সরকা।র ‘আজাদিকা অমৃত মহোৎসব’ এর অঙ্গ হিসাবে তাদের সাজা মকুব করা হয়েছিল। এই অপরাধীদের ছেড়ে দেওয়ার পিছনে কোন যুক্তি ছিল, গুজরাট সরকারের কাছে তা জানতে চাইলো সুপ্রিম কোর্ট। বিচারপতি বি ভি নাগ রত্ন রত্না এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া জানতে চান, যদি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সব অপরাধীকে ছেড়ে না দেওয়া হয় তাহলে এদের ক্ষেত্রে কেন আলাদা করে দেখা হচ্ছে?
খেলা
  • উয়েফা সুপার কাপ চ্যাম্পিয়ন হলো ম্যানচেস্টার সিটি। এই প্রথমবারের জন্য এই কাপ জিতল ম্যানচেস্টার সিটি। ফাইনালে তারা সেভিয়াকে ৫-৪ গোলে হারিয়ে দিল। শেষ পর্যন্ত খেলার নিষ্পত্তি হয় টাইব্রেকারে। ম্যানচেস্টারের কোচ হিসেবে এদিন একাধিক নজির গড়লেন পেপ গুয়ার্দিওলা। প্রথম কোচ হিসাবে তিনি তিনটি আলাদা আলাদা ক্লাবের হয়ে উয়েফা সুপার লিগ চ্যাম্পিয়ন হলেন। এর আগে ২০১৩ সালে বায়ার্ন মিউনিখ এবং ২০০৯ ও ২০১১ সালে বার্সেলোনার হয়ে এই ট্রফি জিতেছিল পেপের প্রশিক্ষণে। পেপ স্পর্শ করলেন অপর একজন কিংবদন্তি কোচ কার্ল আনচেলোত্তির মোট চারবার উয়েফা সুপার কাপ জয়ের রেকর্ড।
  • দাবা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জয়লাভ করলেন ভারতের আর প্রজ্ঞানন্দ। টাইব্রেকারে তিনি হারিয়ে দিলেন ভারতেরই অন্য প্রতিযোগী অর্জুন এরিগাইসিকে। অন্য এক কোয়ার্টার ফাইনালে পরাজিত হলেন ভারতের ডি গুকেশ। তিনি পরাস্ত হয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের এর কাছে।
  • জর্ডনে অনূর্ধ্ব কুড়ি বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৭৬ কেজি বিভাগে সোনা জিতলেন ভারতের প্রিয়া মালিক। ২০২১ ও ২০২২ সালে অনূর্ধ্ব ১৭ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপেও তিনি সোনা জিতে ছিলেন।
বিবিধ
  • সত্যজিৎ রায়ের ‘নায়ক’ চলচ্চিত্রের চিত্রনাট্যের স্বত্বাধিকার সত্যজিৎ রায়েরই। এই বিষয়ে আর ডি বনশল প্রযোজনা সংস্থার দাবি খারিজ করে দিল দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ১৯৬৬ সালে নায়ক ছবির চিত্রনাট্য লেখেন সত্যজিৎ রায়। সম্প্রতি সাহিত্যিক ভাস্কর চট্টোপাধ্যায় তার ওপর ভিত্তি করে একটি উপন্যাস রচনা করেন। তাদের বিরুদ্ধে মামলা করেছিল আর ডি বনশল প্রযোজনা সংস্থা। তাদের দাবি ছিল এই চিত্রনাট্যের অধিকার প্রযোজনা সংস্থার।
  • ডলারের সাপেক্ষে টাকা দাম সর্বকালীন পতনের নজির গড়ল। এদিন ভারতীয় মুদ্রার দাম হয় প্রতি ডলার ৮৩.১৬ টাকা।