কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ সেপ্টেম্বর ২০২৩

schedule
2023-09-19 | 11:51h
update
2023-09-19 | 11:51h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • ভারতীয় ছাত্রী জাহ্নবী কুন্দলার মৃতদেহ নিয়ে অশালীন মন্তব্য করার ঘটনায় ক্ষমা চাইলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরের মেয়র ব্রুস হ্যারেল। জাহ্নবী গত ২৩ জানুয়ারি পুলিশের এক আধিকারিকের গাড়ির আঘাতে প্রাণ হারান। এই ঘটনার তদন্তে গিয়ে তার মৃতদেহ নিয়ে এক পুলিশ আধিকারিক অশালীন মন্তব্য করেছিলেন। পরে সেই ভিডিও ফাঁস হয়ে যায়।
  • মহাসা আমিনির মৃত্যু বার্ষিকীতে অশান্তির আশঙ্কায় ইরানের কুর্দ অধ্যুষিত এলাকাগুলি কঠোর নিরাপত্তায় ভরিয়ে দিল ইরান সরকার। ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর যথাযথভাবে হিজাব না পড়ার অভিযোগে ইরানের নীতি পুলিশের হেফাজতে মৃত্যু হয়েছিল আমিনির। তারপর হিজাব বিরোধী আন্দোলন তীব্র হয়ে উঠেছিল ইরানে। যদিও ইরান সরকার বল প্রয়োগ করে সেই আন্দোলনকে দমন করেছে।
জাতীয়
  • শান্তিনিকেতনকে হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্যশালী স্থান হিসেবে ঘোষণা করল ইউনেস্কো। ভারতের ৪১ তম স্থান হিসাবে বিশ্ব হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত হলো রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত এই শিক্ষাক্ষেত্র। বোলপুরে বিশ্বভারতীর শিক্ষা প্রাঙ্গণের ৩৬ হেক্টর মূল অঞ্চলটি এই স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে রয়েছে উত্তরায়ন, কলাভবন, সঙ্গীত ভবন এবং শান্তিনিকেতনের আশ্রম। গত ২৫ শে বৈশাখ ইউনেস্কোর উপদেষ্টা সংস্থা ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মনুমেন্টস এন্ড সাইটস শান্তিনিকেতনের নাম বিশ্ব হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল। প্রসঙ্গত, ১৯০১ সালে শান্তিনিকেতনে স্কুল তৈরি করেন রবীন্দ্রনাথ, ১৯২১ সালে প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী। ১৯৫১ সালে তা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছিল। বর্তমানে বিশ্বের একমাত্র লিভিং বিশ্ববিদ্যালয় হিসাবে বিশ্ব হেরিটেজ স্বীকৃতি পেল বিশ্বভারতী।
  • দিল্লি মেট্রো লাইনের সম্প্রসারিত অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ছিল তাঁর ৭৩ তম জন্মদিন। এদিন দিল্লির দৌলাকুয়ান স্টেশন থেকে যশোভূমি দ্বারকা সেক্টর ২৫ মেট্রো স্টেশন পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গেই ভ্রমণ করলেন প্রধানমন্ত্রী। বর্তমানে দিল্লি মেট্রোর যোগাযোগ ব্যবস্থার দৈর্ঘ্য বেড়ে হলো ৩৯৩ কিলোমিটার। মোট স্টেশনের সংখ্যা বেড়ে হল ২৮৮। নয়াদিল্লির দ্বারকায় এদিন ‘যশোভূমি’ নামে একটি আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের প্রথম পর্যায়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
Advertisement

খেলা
  • এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতায় ভারত চ্যাম্পিয়ন হলো। এদিন কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে তারা শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে দিল। এই নিয়ে অষ্টমবার ভারত এই খেতাব জিতল। তাও দীর্ঘ পাঁচ বছর পর। অসামান্য বোলিং করেন ভারতের মহম্মদ সিরাজ। তিনি ৭ ওভার বল করে ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। ২০০০ সালে ভারত শারজায় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শ্রীলংকার কাছে ৫৪ রানে অলআউট হয়েছিল। আর এদের ঘরের মাটিতে শ্রীলংকা অলআউট হলো ৫০ রানে।
বিবিধ
  • ভারতে সবথেকে বেশি দামে বিক্রির নজির বলল অমৃতা শের গিলের আঁকা একটি ছবি। ১৯৩৭ সালে আঁকা ওই ছবিটির নাম ‘দ্য স্টোরি টেলার’। নয়া দিল্লির একটি নিলাম কেন্দ্রে এটি প্রায় ৬২ কোটি টাকায় বিক্রি হলো। এর আগে সবথেকে বেশি দামে কোন ভারতীয় ছবি বিক্রি হয়েছিল ‘গেস্টেশন’। এস  এইচ রাজার আঁকা ওই ছবিটির দাম ছিল ৫১.৭৫ কোটি টাকা।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.05.2024 - 08:12:55
Privacy-Data & cookie usage: