কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ আগস্ট ২০২৩

schedule
2023-08-20 | 06:22h
update
2023-08-21 | 06:26h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • মরিশাস হলো ছোটখাটো ভারত। এই মন্তব্য করলেন মরিশাসের মন্ত্রী দীপক বাল গোবিন। তিনি উল্লেখ করেছেন যে, ভারতের সঙ্গে কেবল কূটনৈতিক সম্পর্কই নয় মরিশাসের রয়েছে রক্তের সম্পর্ক।
  • ২০২২ সালে ব্রিটেনে যত শিশুর জন্ম হয়েছে তাদের মধ্যে সবথেকে বেশি ভারতীয় বংশোদ্ভুত শিশু রয়েছে। এক বছর আগেও ব্রিটেনে যত শিশু জন্ম নিয়েছিল তাদের মধ্যে সবথেকে বেশি ছিল রোমানিয়া বংশোদ্ভুত। ২০২১ সালে অ-ব্রিটিশ বাবাদের মধ্যে সবথেকে বেশি ছিলেন পাকিস্তানিরা। ২০২২ সালে সেই তালিকাতেও শীর্ষে উঠে এসেছেন ভারতীয়রা। ২০২২ সালে ইংল্যান্ড ও ওয়েলসে যত শিশুর জন্ম হয়েছে তাদের মধ্যে অ-ব্রিটিশ শিশুর সংখ্যা ১ কোটি ৮৩ লক্ষ ৩০৯। এই সময়ে যত শিশুর জন্ম হয়েছে তাদের ২৩.১ শতাংশের বাবা-মা অ-ব্রিটিশ।
  • পাকিস্তানের তদারকি প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকর তাঁর মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করলেন। এর মধ্যে মানবাধিকার মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল বিচ্ছিন্নতাবাদী সংগঠন জে কে এল এফ এর নেতা ইয়াসিন মালিকের স্ত্রী মুশাল হোসেন মালিককে।
Advertisement

জাতীয়
  • মণিপুরে অশান্তি চলছেই। এবার উখরুল শহর থেকে ৪৭ কিলোমিটার দূরে এল থওয়াই নামে একটি কুকি গ্রামে হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারান তিনজন গ্রামবাসী। মণিপুরে গত ৩ মে থেকে কুকি ও মেইতেইদের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে তাতে মোট প্রাণহানির সংখ্যা ১৬০ পেরিয়ে গেল। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ।
  • ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর প্রেরিত চন্দ্রযান তিন এর মূল মহাকাশযান থেকে বিক্রম নামের ল্যান্ডার এবং প্রজ্ঞান নামের রোভার বিচ্ছিন্ন হয়েছে। এই মুহূর্তে চাঁদের থেকে মহাকাশযানের দূরত্ব ১১৩ কিলোমিটার।
  • ঝড় মেঘ ভাঙ্গা বৃষ্টি ধস ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয়ে হিমাচল প্র আদেশে ৭৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ জুন তারিখে হিমালয়ে বর্ষা প্রবেশের পরেই প্রাকৃতিক বিপর্যয়ে হিমাচল প্রদেশে ২১৭ জনের মৃত্যু হয়েছে, ভেঙে পড়েছে ৫১৬ টি রাস্তা। ক্ষতি হয়েছে ১১ হাজারের বেশি বাড়ির। রাজ্যের আনুমানিক আর্থিক ক্ষতি হয়েছে ১০ হাজার কোটি টাকার। এই ঘটনাকে রাজ্য বিপর্যয় বলে ঘোষণা করলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং  সুখু। তিনি এই ঘটনাকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণার দাবি জানিয়েছেন।
  • বিহারের আরারিয়া জেলার রানিগঞ্জ বাজারে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করা হলো সাংবাদিক বিমল কুমার যাদবকে। তাঁর বয়স ৩৫ বছর। ঠিক দু’বছর আগে ওই সাংবাদিকের ভাই শশীভূষণকেও একইভাবে খুন করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ছিলেন বিমল। এদিনের ঘটনার পিছনে কি কারণ তা এখনো জানাতে পারেনি পুলিশ।
খেলা
  • আয়ারল্যান্ড সিরিজে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারত বি এল এস নিয়মে দুই রানে জয়ী হল ভারত আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করে ১৩৯ রান তুলেছিল জবাবে ভারত ৬.৫ ওভারে দুইকেট হারিয়ে সাতচল্লিশ রান তুলে।
বিবিধ
  • পশ্চিমবঙ্গ দিবস কোন দিন পালন করা যায় তা নির্ধারণ করতে একটি কমিটি তৈরি করা হলো রাজ্য বিধানসভার উদ্যোগে। এই কমিটির আহ্বায়ক বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়। কমিটির উপদেষ্টা ইতিহাসবিদ সুগত বসু। প্রসঙ্গত, রাজভবনে গত ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কিন্তু ওই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে মানতে চাইনি রাজ্য প্রশাসন। সেই কারণেই এই কমিটি গঠন করা হলো যারা ইতিহাস খুঁজে পশ্চিমবঙ্গ দিবস পালনের তারিখ ও তাৎপর্য সন্ধান করবে।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.05.2024 - 18:06:06
Privacy-Data & cookie usage: