কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ সেপ্টেম্বর ২০২৩

327
0
18th September Current Affairs

আন্তর্জাতিক
  • বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করল ইউরোপীয় পার্লামেন্ট। ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র ও রাষ্ট্রসঙ্ঘও উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশে সাধারণ নির্বাচন নিরপেক্ষ ভোটের পরিবেশে হওয়া উচিত বলেও মন্তব্য করা হয়েছে। আন্তর্জাতিক মহল থেকে এই উদ্বেগ প্রকাশের কারণ, দুই মানবাধিকার কর্মীকে দু’বছরের কারাদণ্ড দেওয়া। বাংলাদেশের বিরোধী নেতাকর্মীদের ওপর অভিযোগ নিয়ে বরাবরই সরব ছিল মানবাধিকার সংগঠন ‘অধিকার’। অন্যদিকে সরকারের দাবি ছিল শেখ হাসিনা সরকারকে কালিমালিপ্ত করতে ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে ‘অধিকার’। সম্প্রতি ‘অধিকার’ সংস্থার দুজন প্রধান আধিকারিককে একটি পুরনো মামলায় দু’বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। এই ঘটনা নিয়েই প্রতিবাদের ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে।
  • লন্ডনে বিতর্কে জড়ালেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি পাকিস্তানে সাধারণ নির্বাচনের আগে প্রত্যাবর্তন করবেন বলে আগেই জানিয়েছিল তাঁর দল। লন্ডনে এক মহিলা সাংবাদিকের গায়ে থুতু ছিটিয়ে দিলেন শরিফের গাড়িচালক। শরিফের প্রতি ওই মহিলার প্রশ্ন ছিল, আপনি কি পাকিস্তানের একজন দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ ?
  • পুনরায় তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালালো চিন। শেষ ২৪ ঘন্টায় চিনের ১০৩ টি যুদ্ধবিমান তাইওয়ানের দিকে উড়ে যায়। তার মধ্যে চল্লিশটি তাইওয়ানের আকাশ সীমা লংঘন করে বলে অভিযোগ।
জাতীয়
  • শুরু হল সংসদের বিশেষ অধিবেশন। পাঁচ দিনের এই অধিবেশনের প্রথম দিনে সংসদ বসলো পুরনো সংসদ ভবনে এবং এদিনই শেষবার এই সংসদ ভবনে অধিবেশন বসলো। পরের দিন থেকে অধিবেশন বসবে নতুন তৈরি সংসদ ভবনে। প্রসঙ্গত, ভারতের এই ঐতিহাসিক গোলাকার সংসদ ভবনটির উদ্বোধন হয়েছিল ১৯২৭ সালের ১৮ই জানুয়ারি। এর উদ্বোধন করেছিলেন তখনকার গভর্নর জেনারেল লর্ড আরউইন। এটি তৈরি হয়েছিল ছয় বছর ধরে। ১৯২১ সালে কাজ শুরু হয়েছিল। ৫৬০ ফুট ব্যাসের বৃত্তাকার ভবনটি ১১৪ টি স্তম্ভের উপর দাঁড়িয়েছিল। এটি ২৭ ফুট উঁচু। তখনকার দিনে ৮৩ লক্ষ টাকা খরচ হয়েছিল এই ভবন নির্মাণে।এখানে টানা ১৭ বার নতুন লোকসভা বসেছে। এই বাড়িটির স্থপতি ছিলেন ব্রিটিশ স্থপতিবিদ স্যার এডউইন লুটিয়েন্স এবং হাবার্ট বেকার । ভবিষ্যতে এই সংসদ ভবনটি সংস্কার করে সংগ্রহশালা করা হবে বলে মনে করা হচ্ছে।
  • কাশ্মীরের অনন্তনাগে কোকেরনাগের জঙ্গলে টানা ষষ্ঠ দিন ধরে সন্ত্রাসবাদীদের সঙ্গে সেনাবাহিনীর লড়াই চলছে। অরণ্যের ভেতর বিশেষত গার্ডল এলাকায় একটি গুহায় ঘাটি গেড়ে গুলিবিনিময়ে চালিয়ে যাচ্ছে জঙ্গিরা।
  • দেশের লোকসভা ও বিধানসভা গুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের উদ্দেশ্যে মহিলা আসন সংরক্ষণ বিল অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সংসদের অ্যানেক্সি ভবনে এই বৈঠক হয়।
  • ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রেরিত সৌরযান আদিত্য এল ১ পৃথিবীর চারপাশে নির্ধারিত সূচি মেনে শেষ কক্ষপথটিও নির্বিঘ্নে অতিক্রম করল। এবার সেটি যাত্রা শুরু করলো সূর্যের অভিমুখে ল্যাগরেঞ্জ পয়েন্ট-এর দিকে। এই অভিযান আরও ১১০ দিনের।
খেলা
  • এএফসি চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচেই ঘরের মাঠে হেরে গেল মুম্বাই সিটি এফসি। পুনেতে তারা ইরানের নাসাজি মাজানদারান ক্লাবের কাছে ০-২ গোলে পরাস্ত হলো।
  • এশিয়ান গেমস ফুটবল প্রতিযোগিতায় ভারতের প্রথম ম্যাচ আয়োজক দেশ চিনের বিরুদ্ধে। এরপরে ভারত খেলবে বাংলাদেশ এবং মায়ানমারের বিরুদ্ধে। এই প্রতিযোগিতায় ভারতের নেতৃত্ব দেবেন সুনীল ছেত্রী।
বিবিধ
  • টাকার দাম কমার ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি হল। এদিন এক ডলারের দাম ১৬ পয়সা বাড়ল। ফলে ভারতীয় টাকার দাম হলো ৮৩.৩২ টাকা প্রতি ডলার। এটাই টাকার সর্বনিম্ন দাম।