কারেন্ট অ্যাফেয়ার্স ১ অক্টোবর ২০২৩

304
0
1st October Current Affairs

আন্তর্জাতিক
  • মলদ্বীপের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মহম্মদ মইজ্জু। ৪৫ বছর বয়সী এই নেতা প্রগ্রেসিভ পার্টি অব মলদ্বীপের প্রতিনিধি। তিনি বর্তমানে মলদ্বীপের রাজধানী মালের মেয়র পদে রয়েছেন। ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিষয়ের ছাত্র ছিলেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচনে তিনি হারিয়ে দিলেন ক্ষমতাসীন ইব্রাহিম সলিকে। ইব্রাহিম সলি ভারত বন্ধু হিসেবে পরিচিত ছিলেন। তার ঘোষিত নীতি ছিল ভারতই প্রথম। অন্যদিকে মহম্মদ মইজ্জু চিনপন্থী। তিনি ক্ষমতায় এসেওছেন তীব্র ভারত বিরোধিতাকে প্রচারের অঙ্গ করে।
  • পাকিস্তানের করাচিতে একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে দুষ্কৃতিদের গুলিতে নিহত হলেন লস্কর ই তৈবার অন্যতম প্রতিষ্ঠাতা তথা প্রধান নেতা মুফতি কায়সার ফারুক। ভারতে ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের ঘনিষ্ঠ সঙ্গী এই সন্ত্রাসবাদী নেতা।
জাতীয়
  • দেশজুড়ে পালিত হলো ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচি। আগেই রেডিওতে ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পয়লা অক্টোবর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘন্টা সময় ‘স্বচ্ছতার জন্য শ্রম’ দানের আর্জি জানিয়েছিলেন। দেশবাসীর কাছে তাঁর আর্জি ছিল ‘এক তারিখ এক ঘন্টা এক সাথ’। জাতির জনক মোহনদাস করম চাঁদ গান্ধির জন্মদিবস-এর প্রাক্কালে ‘স্বচ্ছ ভারত অভিযানে’র এই ডাক দিয়েছিলেন। তিনি   এদিন গোটা দেশেই মানুষজন উৎসাহের সঙ্গে এই অভিযানে অংশ নেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও স্বচ্ছতার অভিযানে নামেন। তাঁর সঙ্গে ছিলেন অঙ্কিত বাইয়ানপুরিয়া। হরিয়ানার সোনেপতের প্রাক্তন কুস্তিগীর তথা ফিটনেট বিশেষজ্ঞ হলেন অঙ্কিত।
খেলা
  • এশিয়ান গেমসে এদিন ৩টি সোনা সহ ১৫টি পদক জিতল ভারত। মোট ১৩টি সোনা, ২১ টি রুপো, ১৯ টি ব্রোঞ্জসহ ভারত পেয়েছে ৫৩টি পদক। রয়েছে পদক তালিকার চতুর্থ স্থানে। শীর্ষে রয়েছে চিন। তারপরে দক্ষিণ কোরিয়া ও জাপান। এদিন ট্র্যাক এন্ড ফিল্ড থেকে দুটি সোনা সহ নটি পদক জিতলেন ভারতের অ্যাথলিটরা। প্রথম ভারতীয় পুরুষ হিসাবে ছেলেদের তিন হাজার মিটার স্টিপল চেজ বিভাগে সোনা জিতলেন অবিনাশ সাবলে। তিনি ঔরঙ্গবাদের বাসিন্দা। তিনি গেমস রেকর্ডও গড়লেন। এদিন শটপাট বিভাগে সোনা জিতলেন তাজিনদার পাল সিং তুর। ছেলেদের লং জাম্পে রুপো জিতলেন মুরলী শ্রী শংকর। ছেলেদের ১৫০০ মিটার দৌড়ে অজয় কুমার সরোজ রুপো এবং জিনসন জনসন ব্রোঞ্জ পদক জিতলেন। মেয়েদের ১৫০০ মিটার দৌড়ে হারমিলান বাইচ রুপোর পদক জিতলেন। হারমিলানের বাবা ও মা উভয়ই আগে এশিয়ান গেমস থেকে পদক জিতেছেন। মেয়েদের ডিসকাস থ্রো’তে সীমাপুনিয়া ব্রোঞ্জ জিতলেন। মেয়েদের হেপটাথেলনে ব্রোঞ্জ পদক জিতলেন নন্দিনী আগাছাড়া। এদিন শুটিং থেকেও ভারত পদক জিতেছে। পুরুষদের দলগত ট্র্যাক ইভেন্টে সোনা জিতলেন ভারতের কিনান দারিয়াস,  জোরাভর সিং সান্ধু ও পৃথ্বীরাজ তন্ডাই মান। মেয়েদের দলগত ট্র্যাপে রুপো জিতল ভারতীয় দল। এই নিয়ে চলতি এশিয়ান গেমসে শুটিং থেকে সাতটি সোনা, ৯টি রুপো ও ছটি ব্রোঞ্জ পদক জিতল ভারত। ভারতীয় শুটারদের এশিয়ান গেমসে এটাই শ্রেষ্ঠ পারফরম্যান্স। মেয়েদের বক্সিংয়ে ব্রোঞ্জ পেলেন নিখাদ জারিন। ব্যাডমিন্টনে ছেলেদের দলগত বিভাগে রুপো পেল ভারত। মেয়েদের গলফে রুপোর পদক জিতলেন ভারতের অদিতি অশোক। এই প্রথম কোন ভারতীয় এশিয়ান গেমস থেকে গলফে সোনা জিতলেন।
বিবিধ
  • সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে দেশে জিএসটি আদায় হয়েছে ১,৬২,৭১২ কোটি টাকা। ২০২২ সালের সেপ্টেম্বর মাসের তুলনায় এই আদায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশে এই নিয়ে চতুর্থ বার এক মাসে জিএসটি আদায়ের পরিমাণ ১.৬ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেল। চলতি অর্থ বর্ষের প্রথম ৬ মাসে মোট জিএসটি সংগ্রহ হয়েছে ৯ লক্ষ ৯২ হাজার ৫০৮ কোটি টাকা যা আগের অর্থ বর্ষের এই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি। পশ্চিমবঙ্গে এই সময়ে জিএসটি আদায় হয়েছে ৪৯৪০ কোটি টাকা।