কারেন্ট অ্যাফেয়ার্স ১ সেপ্টেম্বর ২০২৩

379
0
Current Affairs 1st April
Courtesy: The Hindu

আন্তর্জাতিক
  • পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম অনেকটাই বেড়ে গেল। এক লিটার পেট্রোলের দাম বের হয়েছে ৩০৫ টাকা ৩৬ পয়সা এবং ডিজেলের দাম হয়েছে ৩১১ টাকা ৮৪ পয়সা। তদারকি সরকারের বক্তব্য, আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির জন্যই এই সিদ্ধান্ত। এদিকে এই সিদ্ধান্ত  নেওয়া হয়েছে এমন একটা সময় যখন পাকিস্তান জুড়ে বিদ্যুৎ বিলের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। নানা জায়গায় বিদ্যুতের বিল পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটছে। সাধারণ মানুষের দাবি, অত্যন্ত চড়া হারে বিদ্যুৎ বিল নেওয়া হচ্ছে।
  • ভারতের পর ভিয়েতনাম, তাইওয়ান, মালয়েশিয়া এবং ফিলিপিন্সও চিনের সদ্য প্রকাশিত মানচিত্রের তীব্র প্রতিবাদ জানালো। ভিয়েতনামের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ফাম থু হ্যাং বলেছেন, এই মানচিত্র পুরোপুরি ভুয়ো এবং অবৈধ।পারাসেল এবং স্প্রাটলি দ্বীপের যে এলাকাগুলি চিন নিজেদের বলে দাবি করছে তা অযৌক্তিক বলে মন্তব্য করেছেন তিনি। দক্ষিণ চিন সাগরের প্রায় ৯০% নিজেদের বলে চিন দাবি করছে যা পুরোপুরি অবাস্তব। একই বিষয়ে প্রশ্ন তুলেছে ফিলিপিন্স। অন্যদিকে ভারতের মতো মালয়েশিয়াও দাবি করেছে যে, তাদের ভূখণ্ডের একটা অংশকে চিন নিজেদের মানচিত্রে নিজেদের ভূখণ্ড হিসাবে দেখিয়েছে। অন্যদিকে তাইওয়ানের পুরোটাকেই নিজেদের মানচিত্রে দেখানো হয়েছে। ভারতের অরুনাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত হিসাবে চিনের মানচিত্রে রাখা হয়েছে।
  • পুনরায় পাকিস্তান সেনার ওপর হামলা চালালো জঙ্গিরা। খাইবার পাখতুনওয়া প্রদেশের বান্নু জেলায় এই হামলায় মৃত্যু হয়েছে ৯ জন পাক সেনার। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক ই তালিবান পাকিস্তান এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে।
জাতীয়
  • দেশে বারবার নির্বাচনের দামামা না বাজিয়ে একসঙ্গেই সব ভোটগুলি নেওয়া সম্ভব কিনা তা নিয়ে আগেই সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ‘এক দেশ এক ভোট’ নীতি কার্যকর করা সম্ভব কিনা তা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করল কেন্দ্রীয় সরকার। এই কমিটির শীর্ষে রয়েছেন অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রসঙ্গত ১৯৮৩ সালে নির্বাচন কমিশন তাদের বার্ষিক রিপোর্টে একইসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট গ্রহণের পক্ষে সওয়াল করেছিল। ১৯৯৯ সালে আইন কমিশনও একই প্রস্তাব আনে। এই নিয়ম কার্যকর করতে গেলে সংবিধানে পাঁচটি আইন বদলাতে হবে।
  • প্রাক্তন সাংসদ তথা বিধায়ক প্রভুনাথ সিংকে যাবজ্জীবন কারাদণ্ড দিল সুপ্রিম কোর্ট। ১৯৯৫ সালের মার্চ মাসে বিহারে বিধানসভা ভোটের দিন ছাপরায় গুলি করে খুন করা হয় দারোগা রাই ও রাজেন্দ্র রাই নামে দুজন ভোটদাতাকে। অভিযোগ উঠেছিল যে, প্রভুনাথের নির্দেশ মতো ভোট না দেওয়ায় ওই দুজনকে খুন করা হয়েছে। এরপর ২০০৮ সালে উপযুক্ত প্রমাণের অভাবে নিম্ন আদালত রঘুনাথকে বেকসুর খালাস করে। ২০১৮ সালে পাটনা হাইকোর্টও সেই রায় বহাল রেখেছিল। সুপ্রিমকোর্ট জোড়া খুনের মামলায় রঘুনাথ সিংকে দোষী সাব্যস্ত করে  যাবজ্জীবন কারাদণ্ড দিলো।
  • কর্নাটকের হাসান লোকসভা কেন্দ্রে প্রজ্জ্বল রেভান্না জয়ী হয়েছিলেন ২০০৯ সালের সাধারণ নির্বাচনে। তাঁর জয়কে বাতিল বলে ঘোষণা করল কর্নাটক হাইকোর্ট। তিনি নির্বাচনী বিধি লংঘন করেছিলেন এবং নির্বাচন কমিশনের কাছে সম্পত্তির পরিমাণ ঘোষণা করেননি বলে যে অভিযোগ উঠেছিল তা মেনে নিয়েই এই নির্বাচনকে খারিজ করল হাইকোর্ট। প্রসঙ্গত প্রজ্জ্বল রেভান্না প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি এবং জেডিএস দলের প্রার্থী।
  • বাবা-মায়ের বিয়ে ‘অবৈধ’ বলে ঘোষণা হলেও সন্তানরা মাতা ও পিতার সম্পত্তিতে অধিকার দাবি করতে পারবেন, এমনকি বাবা মার পৈত্রিক সূত্রে পাওয়া যৌথ সম্পত্তিতেও দাবি জানাতে পারবেন। এই ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট।
খেলা
  • টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করল অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজে প্রথম দুটি ম্যাচই জিতে নিল তারা।
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর দুটি টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিলো ইংল্যান্ড। চার ম্যাচের সিরিজে তারা এগিয়ে গেল দুই শূন্য ব্যবধানে।
বিবিধ
  • সদ্য সমাপ্ত আগস্ট মাসে দেশে জিএসটি আদায় হয়েছে ১.৫৯ লক্ষ কোটি টাকা। এক বছর আগের আগস্ট মাসের তুলনায় এই হার ১১ শতাংশ বেশি।
  • বাংলাদেশের বিশিষ্ট কবি ও গীতিকার রাজীব আশরাফ মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত হলেন। দীর্ঘদিন ধরে তিনি হাঁপানিতে ভুগছিলেন। ‘হোক কলরব’ গানটির জন্য তিনি সবিশেষ পরিচিত।