Site icon জীবিকা দিশারী

কারেন্ট অ্যাফেয়ার্স ২ মার্চ, ২০২২

Current Affairs 2 February

আন্তর্জাতিক

যুদ্ধের সপ্তম দিনে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা আরও তীব্র করল রাশিয়া। চেরনিহিভে মাটিতে মিশে গেল শহরের একটি হাসপাতাল। বন্দর শহর মারিওপোলে লাগাতার বোমা ফেলেছে তারা। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলানস্কি বিশ্বের অন্য দেশগুলির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, `আর নিরপেক্ষ থাকার সময় নেই’। এদিকে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন তাঁর প্রথম `স্টেট অব দ্য ইউনিয়ন’ বক্তৃতায় রাশিয়ার এই আগ্রাসনের প্রতিবাদে গোটা বিশ্ব থেকে রাশিয়াকে অর্থনৈতিক ভাবে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিলেন। ইউক্রেনের বিরুদ্ধে অভিযোগ, ভারতীয় পড়ুয়াদের সঙ্গে তারা দুর্ব্যবহার করছে এবং তাদের `মানব ঢাল’  হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে কিয়েভ দখল এবং তাদের করতে শহরের বাইরে রুশ বাহিনির ৬২ কিমি দীর্ঘ সাঁজোয়া বাহিনির লাইন চোখে পড়ছে।

জাতীয়

খেলা

বিবিধ

 বিশ্বে অপরিশোধিত তেলের দাম দাঁড়াল প্রতি ব্যারেলে ১০২ ডলার। প্রসঙ্গত, দেশে গত ১১৮ দিন ধরে অপরিবর্তিত রয়েছে পেট্রোপণ্যের দাম। গত নভেম্বরে প্রতি ব্যারেলের দাম ছিল ৮১.৫ ডলার।

 

  Current Affairs 2 march, 2022 

Exit mobile version