পেটেন্টস অ্যান্ড ডিজাইনে ২২০ এগজামিনার

737
1
Patent Examiner recruitment

কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের কন্ট্রোলার জেনারেল অব পেটেন্টস, ডিজাইন অ্যান্ড ট্রেড মার্কস-এ ২২০ জন এগজামিনার নিয়োগ করা হবে। এটি ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রোমোশন ডিপার্টমেন্টের একটি দপ্তর। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

ডিসিপ্লিন অনুযায়ী শূন্যপদের বিন্যাস: ক্রমিক সংখ্যা ১: বায়োকেমিস্ট্রি: শূন্যপদ ৬ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ১)। ক্রমিক সংখ্যা ২: কেমিস্ট্রি: শূ্ন্যপদ ৪৫ (অসংরক্ষিত ২৩, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৩, ওবিসি ১২)। ক্রমিক সংখ্যা ৩: পলিমার সায়েন্স: শূন্যপদ ৪ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ১)। ক্রমিক সংখ্যা ৪: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ৩০ (অসংরক্ষিত ১৬, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২, ওবিসি ৮)। ক্রমিক সংখ্যা ৫: বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ৪ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ১)। ক্রমিক সংখ্যা ৬: কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি: শূন্যপদ ৫৫ (অসংরক্ষিত ২৮, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৪, ওবিসি ১৫)। ক্রমিক সংখ্যা ৭: ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন: শূন্যপদ ৭০ (অসংরক্ষিত ৩৬, তপশিলি জাতি ১০, তপশিলি উপজাতি ৫, ওবিসি ১৯)। ক্রমিক সংখ্যা ৮: মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ৬ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)।

বেতনক্রম: মূল বেতন ৫৬১০০-১৭৭৫০০ টাকা। অন্যান্য ভাতাও আছে।

যোগ্যতা: বায়োকেমিস্ট্রি, কেমিস্ট্রি, পলিমার সায়েন্স, কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি: সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি। বাকি ডিসিপ্লিনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রি।

বয়সসীমা: বয়স হতে হবে আবেদনের শেষ তারিখে ২১-৩৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। প্রিলিমিনারি পরীক্ষা কেন্দ্রগুলি হল: কলকাতা, আমেদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, লক্ষ্ণৌ, মুম্বই, পাটনা। মেইনস পরীক্ষা হবে চারটি কেন্দ্রে: কলকাতা, চেন্নাই, দিল্লি, মুম্বই। পরীক্ষা বিস্তারিত তথ্য ওয়েবসাইট থেকে জানা যাবে।

আবেদনের ফি: ২০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: www.cgpdtmrecruitment.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।

গুরুত্বপূর্ণ তারিখ: অনলাইন আবেদন করা যাবে ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত। প্রিলিমিনারি পরীক্ষার ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখ থেকে। প্রিলিমিনারি পরীক্ষা হবে ৩০ সেপ্টেম্বর। মেইনস পরীক্ষার কললেটার ডাউনলোড করা যাবে ৩০ অক্টোবর থেকে। মেইনস পরীক্ষা হবে ১৮ নভেম্বর। মেধাতালিকা প্রকাশ হবে ২২ জানুয়ারি ২০১৯ তারিখ।