সিঙ্গাপুরের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের লড়াই হতে চলেছে একজন ভারতীয় বংশোদ্ভূত বনাম দুজন চিনা বংশোদ্ভূত ব্যক্তির মধ্যে। বর্তমান রাষ্ট্রপতি হালিমা ইয়াকুবের মেয়াদ শেষ হবে সেপ্টেম্বর মাসে। তার আগেই ১ সেপ্টেম্বর পরবর্তী রাষ্ট্রপতি বেছে নেওয়ার জন্য নির্বাচন। সেখানেই অন্যতম প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত থারমান শনমুগরত্নম। এর আগে তিনি সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী ছিলেন।
জোহানেসবার্গে শুরু হল ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূল বৈঠক শুরুর আগে ব্রিকস বিজনেস ফোরাম লিডার্স ডায়লগ বৈঠকে যোগ দেন তিনি। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এই বৈঠকে সশরীরে যোগ দিচ্ছেন না। তিনি অনলাইনে বৈঠকে অংশ নেবেন। আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের দায়ে গ্রেপ্তারি এড়াতে এই কৌশল নিয়েছেন পুতিন।
স্থান পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। প্রত্যন্ত অঞ্চলটিতে স্কুলে যাওয়ার জন্য কেবল কর চড়ে পাহাড় ডিঙ্গোতে হয় ছোট ছোট ছেলেমেয়েদের। সেখানে কেবল কার ভেঙে আটকে পড়ে ছটি শিশু সহ ৮ জন। দীর্ঘ ১৫ ঘন্টা তারা আটক থাকে। অবশেষে সেনা হেলিকপ্টার পাঠিয়ে পাহাড়ের খাঁজ থেকে তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে ।
জাতীয়
ভারতীয় নির্বাচন কমিশনের জাতীয় আইকন হচ্ছেন শচীন তেন্ডুলকর। দেশে ভোট দান সংক্রান্ত সচেতনতা প্রচার করবেন তিনি। এর আগে ২০১৯ সালে কমিশনের জাতীয় আইকন ছিলেন এম এস ধোনি, আমির খান এবং মেরি কম।
খেলা
আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত বিশ্বকাপ দাবা প্রতিযোগিতার ফাইনালে ম্যাগনাস কার্লেসেনের সঙ্গে প্রথম ম্যাচ ড্র করলেন ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দ। ১৮ বছর বয়সি প্রজ্ঞানন্দ এ দিন সাদা ঘুঁটি নিয়ে খেলেন এবং ৩৫ চালের পর প্রথম গেম ড্র হয়।
এএফসি কাপের গ্রুপ পর্বে খেলা নিশ্চিত করল মোহনবাগান। এদিন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ঢাকা আবাহনী দলকে তারা ৩-১ গোলে হারিয়ে দিল।
পশ্চিমবঙ্গে পথ কুকুরের সংখ্যা ১১ লক্ষ ৪০ হাজার। এর মধ্যে গ্রামে রয়েছে ৯ লক্ষ ৮০ হাজার এবং শহরে রয়েছে ১ লক্ষ ৬০ হাজার পথ কুকুর। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ। ২০১৯ সালে রাজ্যে প্রাণি শুমারিতে এই তথ্য পাওয়া গেছে বলে তিনি জানিয়েছেন।