বাংলাদেশের জন্য পৃথক ভিসা নীতি প্রণয়ন করল মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে গত ২৭ মে তারিখে তারা জানিয়েছিল যে বাংলাদেশের জন্য আলাদা ভিসা নীতি তারা কার্যকর করবে। প্রসঙ্গত, বাংলাদেশে সাধারণ নির্বাচনকে স্বচ্ছ করে তোলার জন্য বারবার চাপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা জানিয়েছে, নির্বাচন পর্যন্ত তাদের একাধিক পর্যবেক্ষক বাংলাদেশ সফর করবে এবং নির্বাচন স্বচ্ছ হচ্ছে কিনা তা নজরদারি চালাবে। এদিন মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট ভাষায় বলে দিল আসন্ন সাধারণ নির্বাচনে যেসব রাজনৈতিক নেতা, পুলিশ, সামরিক কর্মকর্তা, আমলাদের বিরুদ্ধে সুষ্ঠু নির্বাচনে বাধা দেওয়ার অভিযোগ উঠবে তাদের ও তাদের পরিবারের সদস্যদের ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা দেওয়া হবে না।
মার্কিন যুক্তরাষ্ট্র সফর সেরে কানাডা সফরে গেলেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রধানমন্ত্রী ভালোদিমির জেলেনোস্কি। এদিকে এদিনই রুশ অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার নৌ সেনাদপ্তরে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নিজের দেশে জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে। এর আগে জুলাই মাসে একটি সমীক্ষায় ট্রুডোকে কানাডার ৫০ বছরের সব থেকে খারাপ প্রধানমন্ত্রীর তকমা দেওয়া হয়েছিল। একটি সমীক্ষা বলছে, বর্তমানে মাত্র ২৮ শতাংশ কানাডাবাসী ট্রুডোকে সমর্থন করছেন। দীর্ঘদিন ধরে কানাডায় চলা আর্থিক মন্দা এবং খামখেয়ালি বিদেশ নীতির জন্য ট্রুডোর জনপ্রিয়তা কমছে বলে মনে করা হচ্ছে।
জাতীয়
চার বছর পর গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি দেওয়া হল জম্মু ও কাশ্মীরের নরমপন্থী হুরিয়ত নেতা মিরওয়াইজ ওমর ফারুককে। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ করার আগে যে কয়েকজন রাজনৈতিক নেতাকে গৃহবন্দী করা হয়েছিল তাদের মধ্যে একজন হলেন ওমর ফারুক।
ভারতের তিন খেলোয়াড়কে এশিয়ান গেমসে গুয়ানঝাউ যাওয়ার জন্য ভিসা দিল না চিন। এই তিন খেলোয়াড়ই অরুণাচল প্রদেশের বাসিন্দা। চিনের দাবি, অরুণাচল প্রদেশ দক্ষিণ তিব্বতের অংশ। এই ঘটনার প্রতিবাদে এশিয়ান গেমস উপলক্ষে চিন সফর বাতিল করলেন ভারতের ক্রীড়া ও তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর।
খোদ সংসদে ধর্মীয় বিদ্বেষ মূলক ভাষণের অভিযোগ উঠল। লোকসভায় বিএসপি সাংসদ দানিশ আলিকে কটু কথা বলার অভিযোগ উঠল বিজেপি সাংসদ রমেশ বিধুরীর বিরুদ্ধে। অসংসদীয় ভাষা ব্যবহারের জন্য রমেশ বিধুরীকে সতর্ক করে দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
খেলা
এশিয়ান গেমসে পুরুষদের ভলি বলে ভারত চিনা তাইপেকে তিন শূন্য ব্যবধানে হারিয়ে কোয়াটার ফাইনালে পৌঁছে গেল। টেবিল টেনিসে ভারতের পুরুষ ও মহিলা দল জয়লাভ করেছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে ভারত পাঁচ উইকেটে জয়ী হলো। মোহালিতে এই ম্যাচে ৫১ রান দিয়ে পাঁচ উইকেট নিলেন মহম্মদ শামি।
বিবিধ
পশ্চিমবঙ্গে লগ্নী আনার লক্ষ্যে দুবাইয়ে শিল্প সম্মেলন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুবাইয়ে তিনি সেখানকার বৈদেশিক বাণিজ্য উপমন্ত্রী থানি বিন আহমেদ আল জেইউদির সঙ্গে এবং লুলু সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর আশরাফ আলির সঙ্গে বৈঠক করলেন।