কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ আগস্ট ২০২৩

349
0
Current Affairs 1st February

আন্তর্জাতিক
  • দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস মঞ্চের শীর্ষ সম্মেলন সমাপ্ত হল। এই সম্মেলন থেকে জোহানেসবার্গ ঘোষণা পত্র প্রকাশ করা হলো। এ বছরের ব্রিকস সম্মেলনে ৩০টি দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তার মধ্যে থেকে ছটি নতুন দেশকে এই মঞ্চের সঙ্গে যুক্ত করে নেওয়া হলো। ভারত, রাশিয়া, চিন, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিল এই পাঁচটি দেশ মিলে যে মঞ্চ ছিল ২০২৪ সালের শুরু থেকে তার সঙ্গে যুক্ত হবে আর্জেন্টিনা, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, মিশর এবং ইথিওপিয়া। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জি ৭ মঞ্চের সমান্তরাল নতুন একটি মঞ্চ হয়ে উঠতে চাইছে ব্রিকস।
  • গুপ্তচর বৃত্তির লক্ষ্যে মহাকাশে উপগ্রহ পাঠানোর দ্বিতীয় প্রচেষ্টও ব্যর্থ হল উত্তর কোরিয়ার। মে মাসে প্রথমবার এই চেষ্টা মুখ থুবড়ে পড়েছিল। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সংক্রান্ত কার্যকলাপে নজরদারির জন্য মহাকাশে উপগ্রহ পাঠানোর কথা জানিয়েছিল উত্তর কোরিয়া।
জাতীয়
  • চাঁদের দক্ষিণ মেরুতে সাফল্যের সঙ্গে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের অবতরণ সফল করার পর গোটা দুনিয়া থেকেই শুভেচ্ছার বার্তা আসছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর দপ্তরে। এবার ইসরোর সাফল্যে অ্যানিমেটেড ডুডুল তৈরি করল গুগল। ইসরোর প্রধান এস সোমনাথ জানিয়েছেন, ২০১৯ সালে চন্দ্রযান ২ এর ল্যান্ডার অবতরণের ব্যর্থতা কোথায় ছিল তা বুঝতেই সময় লেগেছে এক বছর। এদিকে আগামী ২ সেপ্টেম্বর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পি এস এল ভি রকেটে ভারতের সূর্য অভিযান শুরু হচ্ছে। ঐদিন উৎক্ষেপণ করা হবে ভারতের সূর্য অভিমুখী মহাকাশযান আদিত্য ১। ১২৭ দিনে এটি সূর্যের কাছে পৌঁছবে এবং সূর্যকে প্রদক্ষিণ করে তার বর্ণালী থেকে তথ্য সংগ্রহ করবে।
  • জোহানেসবার্গে ব্রিকস রাষ্ট্রপ্রধান পর্যায়ের শীর্ষ সম্মেলনের অবসরে চিনের রাষ্ট্রপতি শি জিনপিং- এর সঙ্গে পার্শ্ব বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সীমান্তে চিন-ভারত উত্তেজনার পরিস্থিতিতে ও আসন্ন জি ২০ শীর্ষ সম্মেলনের আগে এই বৈঠক তাৎপর্যপূর্ণ। এই সম্মেলনের পর জোহানেসবার্গ থেকে সরাসরি গ্রিস সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • হিমাচল প্রদেশে বৃষ্টি এবং ধস অব্যাহত রয়েছে। এদিন ভেঙে পড়েছে আটটি বহুতল। উদ্ধার হয়েছে ২৫ জনের মৃতদেহ। উদ্ধার ও ত্রাণ কার্যে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। গত জুন মাস থেকে হিমাচল প্রদেশে বর্ষণঘটিত কারণে মৃতের সংখ্যা বেড়ে হলো ২৩৯।
খেলা
  • বিশ্বকাপ দাবা প্রতিযোগিতায় রানার্স হলেন ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দ। আজারবাইজানের বাকুতে আয়োজিত ফিডে বিশ্বকাপ দাবায় প্রথম দুটি ম্যাচ ড্র হয়েছিল ১৮ বছরের প্রজ্ঞানন্দের সঙ্গে নরওয়ের ৩২ বছর বয়সী ম্যাগনাস কার্লসেনের। এই দুটি ছিল দাবার ক্লাসিক্যাল গেম। এরপর র‍্যাপিড ফরম্যাটে দুজনের মধ্যে লড়াই হয়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ২.৫-১.৫ পয়েন্টের ব্যবধানে হার মানলেন প্রজ্ঞানন্দ। এই নিয়ে মোট পাঁচবার  বিশ্ব চ্যাম্পিয়ন হলেন নরওয়ের দাবাড়ু ম্যাগনাস কার্লসেন।
  • বারবার বলার পরও ভারতের কুস্তি ফেডারেশন নির্বাচন সম্পন্ন করেনি। এর ফলে অনির্দিষ্টকালের জন্য ভারতের কুস্তি ফেডারেশনকে নির্বাসিত করলো বিশ্ব কুস্তি সংস্থা। এরপর কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতীয় কুস্তিগীররা অংশ নিলে তাদের নিরপেক্ষ দেশের প্রতিনিধি হিসাবে খেলতে হবে। তাঁরা প্রতিযোগিতায় জয়ী হলেও বাজবে না ভারতের জাতীয় সংগীত।
  • লিওনেল মেসির জাদুতে এবার দ্বিতীয় একটি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে পৌঁছে গেল ইন্টার মায়ামি। তারা ইউএস ওপেন কাপের সেমিফাইনালে টাইব্রেকারে হারালো এফসি সিনসেনাটিকে।
বিবিধ
  • পুনরায় ফুকুশিমা দাইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জল প্রশান্ত মহাসাগরে ছাড়তে শুরু করল জাপান সরকার। রাষ্ট্রসঙ্ঘের অনুমতি পাওয়ার পর এই উদ্যোগ নিয়েছে তারা। প্রসঙ্গত, ভূমিকম্প ও সুনামিতে ফুকুশিমা দাইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয়তা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। তেজস্ক্রিয় পদার্থ মিশ্রিত জল সমুদ্রে ছাড়া বন্ধ রাখা হয়। তবে বর্তমান পরিস্থিতিতে জাপান এই উদ্যোগ নিয়ে পরিবেশের বিপদ ডেকে আনছে বলে অভিযোগ করল চিন। তারা জাপান থেকে সামুদ্রিক মাছের আমদানি বন্ধ করে দিল।
  • ৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপকদের নাম ঘোষিত হল। শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেল আর মাধবন পরিচালিত ‘রকেট্রি : দ্য নামবি এফেক্ট’ ছবিটি। সবথেকে জনপ্রিয় ছবির পুরস্কার পেল এস এস রাজামৌলি পরিচালিত ছবি ‘আর আর আর’। এই ছবিটি মোট ছটি বিভাগে পুরস্কার জিতল। অন্যদিকে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়ারী’ ছবি পেল পাঁচটি বিভাগে শ্রেষ্ঠত্বের পুরস্কার। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন আল্লু অর্জুন। এই প্রথম কোনো তেলেগু অভিনেতা হিসেবে কেউ এই পুরস্কার পেলেন। শ্রেষ্ঠ বাংলা ছবির পুরস্কার পেল রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি পরিচালিত ছবি ‘কালকক্ষ’।