কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ সেপ্টেম্বর ২০২৩

294
0
24th September Current Affairs

আন্তর্জাতিক
  • পাকিস্তানের আর্থিক পরিস্থিতি ও বিদেশী ভান্ডার নিয়ে সতর্ক করে দিয়েছে বিশ্ব ব্যাংক। প্রথম সারির পাক সংবাদপত্রগুলিতে এই তথ্য প্রকাশিত হয়েছে। এদিকে গত সপ্তাহে নিউইয়র্কে পাকিস্তানের তদারকি প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকরের সঙ্গে বৈঠক হয়েছে আন্তর্জাতিক অর্থ ভান্ডারের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েবার। তিনিও অর্থনৈতিক অবস্থান নিয়ে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছেন বলে জানা গেছে।
  • রাশিয়া ইউক্রেন যুদ্ধে পশ্চিমের দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে সরাসরি অংশ নিচ্ছে বলে দাবি করল রাশিয়া। রাশিয়ার বিদেশ মন্ত্রী সেরগেই লাভরভ জানিয়েছেন, এই যুদ্ধে ইউক্রেনের হাত-পা শরীর ব্যবহার করা হচ্ছে কিন্তু আসলে লড়ছে পশ্চিম দুনিয়া।
জাতীয়
  • খালিস্তানি জঙ্গিদের যারা মদত দিচ্ছে এমন প্রবাসী ভারতীয় চিহ্নিত হলে এঁদের ওভারসিজ সিটিজেনসিভ অব ইন্ডিয়া কার্ড বাতিল করা হবে। এবং দেশে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এই অবস্থানের কথা জানালো কেন্দ্রীয় সরকার।
  • দেশের নটি রুটে নটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেস-এর সংখ্যা বেড়ে হল ৩৪। এদিন নতুন যযসব ট্রেনের উদ্বোধন হলো তার মধ্যে দুটি পশ্চিমবঙ্গ থেকে ছাড়বে। একটি হলো পাটনা হাওড়া এবং অন্যটি হলো রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। এতদিন যে বন্দেভারত এক্সপ্রেস দেখা গেছে তাদের রং নীল ও সাদা। কিন্তু এদিন কেরল থেকে যে দুটি ট্রেন চলেছে তাদের রং গেরুয়া এবং কালো।
  • ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি বব্রিভূষণ সিং মহিলাদের শারীরিক ভাবে হেনস্থা করার কোন সুযোগ পেলে তা ছাড়তেন না। নয়া দিল্লির রাইস অ্যাভিনিউ আদালতে এই অভিযোগ করল দিল্লি পুলিশ।
  • তামিলনাড়ুকে কাবেরী নদী থেকে পাঁচ হাজার কিউসেক জল দেওয়ার জন্য সুপারিশ করেছিল কাবেরী ওয়াটার রেগুলেশন কমিটি এবং কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট অথোরিটি। এই সুপারিশ অনুমোদন করেছে সুপ্রিম কোর্ট। এর প্রতিবাদে কর্নাটকে ২৬ সেপ্টেম্বর বনধ ডাকল বিভিন্ন সংগঠন।
খেলা
  • এশিয়ান গেমসে ভারত মায়ানমার ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র হল। এর ফলে ১৩ বছর পর এশিয়ান গেমসের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছল ভারত। পেনাল্টি কিকে গোল করেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। প্রতিযোগিতার প্রথমদিনে ভারত পেল পাঁচটি পদক। এদিন দেশের প্রথম পদক এলো মহিলা শুটারদের সাফল্যে। ১০ মিটার এয়ার রাইফেল দলগত বিভাগে রূপো জিতল ভারত। এই দলে রয়েছেন মেহুলি ঘোষ, রোমিতা জিন্দাল এবং আসি চক্সি। রোমিতা জিন্দাল ১০ মিটার এয়ার রাইফেল মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন। পুরুষদের রোয়িং বিভাগে   লাইট ওয়েট ডাবল স্কাল বিভাগে ব্রোঞ্জ এবং রুপো দুটোই জিতেছে ভারত। হকিতে ভারতের পুরুষ দল ১৬-০ ব্যবধানে হারিয়ে দিল উজবেকিস্তানকে।
  • ইন্দোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ডাকওয়ার্ক লুইস পদ্ধতিতে ৯৯ রানে জয়ী হলো ভারত। এদিন প্রথমে ব্যাট করে ভারত ৩৯৯ রান করে যা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ভারতের সর্বোচ্চ রান। এদিন শতরান করলেন ভারতের শ্রেয়স আয়ার (১০৫) এবং শুভমান গিল (১০৪)।
বিবিধ
  • স্বচ্ছ ভারত কর্মসূচি এবার ১০ বছরে পড়ছে। এই উপলক্ষে ১ অক্টোবর দেশজুড়ে সাফাই কর্মসূচির ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘ স্বচ্ছতাই সেবা’। ২ অক্টোবর মোহনদাস করমচাঁদ গান্ধির জন্ম জয়ন্তী। তার আগে এই সাফাই অভিযান তার প্রতি ‘স্বচ্ছ অঞ্জলি’ বলে উল্লেখ করা হয়েছে।