কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ আগস্ট ২০২৩

396
0
Current Affairs 24th January
Courtesy: On Playgrounds

আন্তর্জাতিক
  • আফগান ছাত্রীরা বিদেশেও উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে না। সম্প্রতি দুবাইয়ের একটি প্রতিষ্ঠানে ১০০ জন আফগান ছাত্রীকে পড়ার সুযোগ করে দেওয়া হয়। আলহাদুর গ্রুপ ওই ছাত্রীদের যাবতীয় খরচ খরচার দায়িত্ব নেওয়ার ঘোষণা করেছিল। কিন্তু তালিবান সরকার এই ছাত্রীদের উচ্চ শিক্ষার অধিকার অনুমোদন করেনি।
  • ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে কারচুপি করার নির্দেশ দেওয়ার একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। জর্জিয়ার ফুলটন কাউন্টি কারাগারে আত্মসমর্পণ করার পর অবশ্য তিনি জামিন পেয়ে যান। ব্যক্তিগত ২ লক্ষ ডলারের বিনিময়ে জামিন পেলেন তিনি। কিন্তু এখানে অন্যান্য অপরাধীদের মতো ট্রাম্পেরও ব্যক্তিগত চেহারার বর্ণনা লিখে, ছবি তুলে রাখা হলো। একে বলা হয় মাগ শট। এর আগে তিনবার ডোনাল্ড ট্রাম্প আদালতে অন্যান্য মামলার সূত্রে আত্মসমর্পণ করলেও তাঁর ছবি তোলা হয়নি।
জাতীয়
  • চাঁদের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকা চন্দ্রযান ২ এর অর্বিটারের সঙ্গে চাঁদের পৃষ্ঠে অবস্থানরত চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রমের মধ্যে যোগাযোগ সম্পন্ন হয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা গবেষণা সংস্থা ইতিমধ্যেই বিক্রমের পাঠানো চন্দ্রপৃষ্ঠের ছবি প্রকাশ্যে এনেছে। গত দিন রোভার প্রজ্ঞান  চাঁদের মাটিতে আট মিটার পথ অতিক্রম করেছে। চাঁদের মাটি উড়ে রাসায়নিক ও খনিজ পদার্থ বিশ্লেষণ করবে এই   যান।
  • গ্রিসে পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪০ বছর পর গ্রিস সফরে গেলেন ভারতের কোনও প্রধানমন্ত্রী। ১৯৮৩ সালে শেষ বার ভারতের তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি গ্রিস সফরে গিয়েছিলেন। গ্রিসের প্রধানমন্ত্রী কেরিয়া কোস মিৎসো তাকিস এর সঙ্গে এদিন বৈঠক হলো তাঁর। এদিন গ্রিস ‘গ্র্যান্ড ক্রস অফ দা অর্ডার অন অনার’ সম্মানে ভূষিত করল ভারতের প্রধানমন্ত্রীকে। বিশ্বের দরবারে গ্রিসের অবস্থান উন্নত করার জন্য এই বিশেষ সম্মান দেওয়া হয়।
খেলা
  • কোপেনহেগেনে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠলেন ভারতের এইচ এস প্রণয়। তিনি কোয়ার্টার ফাইনালে পরাস্ত করলেন বিশ্ব চ্যাম্পিয়ন তথা অলিম্পিকে সোনা জয়ী ভেক্টর অ্যালেক্সসেনকে। এর ফলে প্রণয়ের একটি পদক নিশ্চিত হলো।
  • বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন ছোড়ায় ফাইনালে উঠলেন ভারতের নীরজ চোপড়া, ডিপি মনু এবং কিশোর জেনা। এই প্রথমবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের একটি ইভেন্টের ফাইনালে ভারতের তিনজন প্রতিযোগী উঠলেন।
  • ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল দুই এক গোলে হারিয়ে দিল গোকুলাম কেরল দলকে। চার বছর পর ডুরান্ডের সেমিফাইনালে পৌঁছল লাল হলুদ বাহিনী।
বিবিধ
  • পশ্চিমবঙ্গে লক্ষীর ভান্ডার প্রকল্পে উপভোক্তার সংখ্যা এখন ১ কোটি ৯৮ লক্ষ ৩৭ হাজার ৩১জন। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে এই প্রকল্প চালু হয়েছিল। এই প্রকল্পটিতে পশ্চিমবঙ্গ সরকারের এখনও পর্যন্ত ব্যয় হয়েছে  ২২ হাজার কোটি টাকারও বেশি।