কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ সেপ্টেম্বর ২০২৩

268
0
25th September Current Affairs

আন্তর্জাতিক
  • যেকোনো দেশেই পুলিশ কর্মীদের ধর্মঘটে শামিল হওয়ার ঘটনা বেশ বিরল। এবার সেই বিরল ঘটনাই ঘটলো খোদ লন্ডনে। লন্ডনের ১০০ জন পুলিশ অফিসার ধর্মঘট করলেন। ঘটনার সূত্রপাত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে। এক কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছিল। নিহত যুবকের নাম ক্রিস কাবার। এই গুলি করে হত্যার ঘটনায় শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ আনা হয়েছে। কিন্তু পুলিশ কর্মীদের দাবি, কর্মীদের কয়েক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হয় তাই তাদের অভিযুক্ত করার আগে আরো চিন্তাভাবনার প্রয়োজন।
  • সামনের বছর নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে। তার অনেক আগেই দলগুলি নিজেদের প্রার্থী বাছাই করে নেবে। সেক্ষেত্রে একটি জনসমীক্ষায় দেখা যাচ্ছে বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেনের থেকে জনপ্রিয়তার বিচারে ১০ পয়েন্ট এগিয়ে গিয়েছেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
জাতীয়
  • আনুষ্ঠানিকভাবে ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত হলো সি ২৯৫। এয়ার বাস সংস্থা থেকে ২১৯৩৫ কোটি টাকায় ৫৬টি পণ্যবাহী সামরিক বিমান সি ২৯৫ কেনার জন্য চুক্তিবদ্ধ হয়েছিল ভারত। এই প্রথম এই ধরনের বিমান ভারতীয় অন্তর্ভুক্ত হলো।
খেলা
  • এশিয়ান গেমসসের দ্বিতীয় দিনে ভারত দুটি সোনা সহ মোট ছটি পদক জিতল। সবমিলিয়ে ১১ টি পদক জিতে পদক তালিকায় ভারত যুগ্মভাবে রয়েছে পঞ্চম স্থানে। ৩৯ টি সোনা সহ ৬৯ টি পদক জিতে চিন রয়েছে শীর্ষস্থানে। মেয়েদের ক্রিকেটে সোনা জিতল ভারত। এ দিন ফাইনালে শ্রীলঙ্কাকে ভারত হারিয়ে চ্যাম্পিয়ন হলো।  এই প্রথম বার এশিয়ান গেমসে অংশ নিয়ে সোনার পদক জিতল ভারতের মহিলা ক্রিকেট দল । এই দলে ছিলেন বাংলার মেয়ে তিতাস সাধু। তিনি ফাইনালে মাত্র ৬ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন। এদিন সোনার পদক জিতল ভারতের পুরুষ শুটিং দল। ১০ মিটার রাইফেল দলগত বিভাগে তারা চ্যাম্পিয়ন হয়েছে। এই দলে আছেন ঐশ্বর্য প্রতাপ সিং, রুদ্রাংশ প্যাটেল এবং দিব্যাংশ সিং পানোয়ার। ১৮৮৮.২ পয়েন্ট স্কোর করে এদিন তারা বিশ্ব রেকর্ড করেছে। এদিন শুটিং থেকে আরও দুটি ব্রোঞ্জ পদক জিতেছে ভারত। একটি ৫ মিটার র‍্যাপিড ফায়ার পিস্তলের দলগত ইভেন্টে এবং ঐশ্বর্য ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন।
বিবিধ
  • ফিরে আসতেই পারে করোনা। করোনা ভাইরাসের চল্লিশটি প্রজাতি পরীক্ষা করে চিনের ভাইরোলজিস্ট শি ঝেংলি দাবি করেছেন যে, সার্স কোভ ২ থেকে আবার কোন মহামারী আবির্ভূত হতে পারে। গবেষক মহলে ব্যাটওম্যান নামে পরিচিত শি। তাঁর আশঙ্কা, তাদের পরীক্ষা করা ৪০ টি করো না ভাইরাসের মধ্যে অর্ধেকই মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে অত্যন্ত বিপদজনক।
  • ওসিরিস রেকস। ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর নাসার এই মহাকাশযান ফ্লোরিডার উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাড়ি দিয়েছিল। এরপর ২০২০ সালের অক্টোবর মাসে সেটি বিন্যু নামের একটি গ্রহাণুর কাছে পৌঁছয়। মাত্র ১০ সেকেন্ডের জন্য গ্রহাণুটিতে অবতরণ করে এবং সেখান থেকে আড়াইশ গ্রাম নমুনা সংগ্রহ করে। এই মহাকাশযান সব মিলিয়ে এই আট বছরে ৪০০ কোটি মাইল পথ অতিক্রম করেছে। অবশেষে ২৫ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের উঠাহ মরুভূমিতে সেটি অবতরণ করে। তার কাছ থেকে গ্রহানুর মাটি নিয়ে এবার পরীক্ষা করবে নাসা। এই প্রথম কোন গ্রহ থেকে মাটির নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরলো নাসার মহাকাশ যান।